শীতকালে ঠোঁট ফাটে কেন  জেনে  নিন -শীতকালে প্রায় সব মানুষের ঠোঁট ফাটে। কিন্ত এই ঠোঁট কেন ফাটে তা আমরা অনেকে জানি না । ঠোঁটের এই অসস্তিকর অবস্থা আমাদের ত্বকে বিরুপ প্রভাব ফেলে।ঠোঁট ফাটলে  ঠোঁট শুস্ক হয়,জ্বালাপোড়া করে,ঠোঁটের চামড়া ওঠে য়ায়। এই জন্য শীতকালে ঠোটের আমাদের অবশ্যই যত্ন নেওয়া দরকার যাতে আমাদের ঠোঁট মসৃন ও কমল থাকে।


                                                       


শুস্ক ঠোঁট কেবল মেরিল পেট্রোলিয়াম জেলি বা কসমেটিক দিয়ে সমাধান হয় না ঠোঁট ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তাই চলুন দেখি ঠোট কেন ফাটে জানা যাক। এবং এর প্রতিকার কিভাবে  করা যায় শিখে নেয়।  

ঠোট কেন ফাটে এবং এর প্রতিকার সূচিপত্র:



শীতকালে ঠোঁট ফাটে কেন এর কারন

শীতকালে ঠোঁট ফাটে কেন তার  প্র্রধান কারন হলো শীতকালে বাতাসের আর্দ্র্রতা, শুস্ক আবহাওয়া, ভিটামিনের অভাব শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় আমাদের ঠোঁট শুকিয়ে যায় তখন ঠোঁট ফেটে যায়।এই সময় আবহাওয়া খুব শুস্ক থাকে বিধায় ঠোঁট শরীর হাত পা শুস্ক হয়ে যায়।এতে আমাদের ঠোঁট,হাত,পা,ফাটে।

কারো কারো ঠোঁট জিহবা দিয়ে চাটার  অভ্যাস থাকে ,আমাদের জিহবাতে লালার মধ্য থাকা এনজাইম ঠোঁটের ত্বককে আরো শুস্ক করে তোলে যার ফলে  আমাদের ঠোঁট সহজে ফেটে যায়। আমরা শীতকালে পানি কম খায় বিধায় আমাদের শরীর ত্বক শুস্ক থাকে এবং ঠোঁট ত্বক ফেটে যায়।

আমাদের শরীরের ভিটামিনের অভাবে ঠোঁট ফাটতে পারে যেমন ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঠোঁট  ফাটে।

আরো পড়ুন:শীতকালিন শাক সবজি উপকারিতা ওপুষ্টিগুনাগুন

ঠোঁটের চামড়া অকেন পাতলা  

যুক্তরাজ্যের বুপা হেলথ  ক্লিনিকের সহযোগী ক্লিনিক্যাল ডিরেক্টর লুক পাওয়েল। তার ভাস্যই শোনা যাক।আমাদের মুখের অন্যান্য অংশের তুলোনায় ঠোঁটের চামড়ার ওপরের সুরক্ষা আবরনী। অনেক পাতলা । ফলে এ অংশটা সহজেই শুল্ক হয়ে পড়ে। এবং আমাদের ঠোঁটের চামড়া সহজে ওঠে যায়।


                                             



শীতকালে ঠোঁট ফাটা রোধ করা উপায় সমূহ

শীতকালে ঠোঁট ফাটে কেন  আমরা জানলাম এখন আমরা জানবো এর প্রতিরোধের উপায় সমূহ আমাদের ঠোঁট ফেটে গেলে আমাদের অসস্থি লাগে,ঠোঁট  জালাপোড়া, খাওয় দাওয়াতে সমস্যা দেখা যায়। তাই   এর প্রতিকারের উপায় খুবই জরুরী । ঠোঁটে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার যেমন মেরিল,ভ্যাসলিন, ক্রীম ব্যবহার করা যায়।

আমাদের ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করতে হবে, প্রচুর পরিমানে পানি পান করতে হবে, গরম পানি দিয়ে ঠোঁট ধোয়া যাবে না,সুষম খাবার খেতে হবে,হীমশীতল বাতাস থেকে ঠোঁটকে বাচিয়ে রাখতে হবে।ডাক্তারের পরামর্স নিতে হবে। 

ঠোঁটের প্রসাধনি ব্যবহার করা যাবে না, রাতে লিপবাম ব্যবহার করতে হবে,বিভিন্ন  ধরনের তেল ব্যবহার করতে হবে।

আরো পড়ুন:আখের রসের উপকারিতা ও অপকারিতা

ঠোঁট ফাটা রোধে শাকসবজি খাওয়া

ঠোঁট ভালো রাখতে পযাপ্ত পরিমানে শাকসবজি খেতে হবে। এগুলো ঠোঁটের আর্দ্র্রতা ধরে রাখতে সাহায্য করে। তা ছাড়া ভিটামিন সি জাতীয় ফল যেমন  লেবু, জাম্বুুরা, কমলা, বেশি খাওয়া উচিত। ফ্যাটি অ্যাসিড ঠোঁটের শুস্কতা দূর করে , তাই ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন ধরনের চ্যাপস্টিক আর লিপবাম ব্যবহার করতে হবে।

শীতে ত্বকে পেট্রোলিয়াম জেলির ব্যবহার

অ্যালোভেরা জেল, সিয়া বাটার, গ্লিসারিন, নারকেল তেল, ঠোঁটকে সুন্দর  মসৃন রাখতে সাহায্য করে।কাটবাদাম এর তেল ও লেবুর মিশ্রন লাগিয়ে রাখলে বেশ উপকার পাওয়া যায় । ঠোঁট ফেটে গেলে চামড়া  টেনে ফেলা উচিত না এতে ঠোঁট  ফাটার সমস্যা আরো বেড়ে যায়।

ঠোঁটের যত্নে গ্লিসারিন ও মধু ব্যবহার

                                                        

শীতকালে ঠোঁট ফেটে গেলে ১চামচ মধু ও ১ চামচ গ্লিসারিন মিশিয়ে বোতলে ভরে রেখে দিন এবং দিনে দুই থেকে তিন বার এই মিশ্রনটি ঠোঁটে ম্যাসেজ করুন তাহলে বিশেষ করে রাতে দিলে ভালো হয়।যদি সটিঠ ভাবে ঠোঁটের যত্ন নেওয়া যায় তবে সারা শীত ঠোঁট ভালো থাকবে। শীতকালে ঠোটের যত্ন সঠিকভাবে না নিলে ঠোঁট ফেটে যায় এবং ঠোঁট দিয়ে অনেক সময় রক্ত বের হয়। এবং ঠোটে ব্যাকটেরিয়া আক্রমন করে।

আরো পড়ুন: আর্টিকেল লিখে লক্ষ  টাকা আয়


জিহবা দিয়ে ঠোঁট নাড়া যাবে না

শীতকালে আমরা আমাদের ঠোঁট বারবার জিহবা দিয়ে  নেড়ে থাকি এতে করে ঠোঁট আরো শুস্ক হয়ে যায়।  তাই জিহবা দিয়ে ঠোঁট নাড়া যাবে না।এমন কোন বাম ব্যবহার করা যাবে না যার মধ্যে কর্পুর,ইউক্যলিপটাস, মেনথলের মতো উপদান রয়েছে। এই ধরনের উপাদানগুলো ঠোঁটকে আরো শুস্ক করে তোলে।


শেষ কথা:শীতকালে ঠোঁট ফাটে কেন তা  আমরা জানতে পারলাম।  শুধু জানলে হবে না সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাহলে আমরা আমাদের ঠোঁটের যত্ন  ভালো ভাবে নিতে পারবো । শীতের সময় শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নিতে হয়। এই পোষ্টটি পড়ার জন্য অসংক্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন 

 






















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url