আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
আর্টিকেল লিখে লক্ষ টাকা আয় করা যায়। কিন্ত আমরা অনেকে সঠিকভাবে নিয়মকানুন
জানি না ।আমরা সঠিকভাবে আর্টিকেল লেখতে জানলে আমরা মাসে লক্ষ টাকা আয় করতে পারবো। লক্ষ টাকা আয় করতে চাইলে আমাদেরকে সঠিক
প্রতিষ্ঠানে গিয়ে আর্টিকেল রাইটিং শিখতে হবে এবং কোঠর পরিশ্রম করতে হবে তবেই
আমরা লক্ষ টাকা আয় করতে পারবো।
বর্তমান যুগে ঘরে বসে ইনকামের সবচেয়ে জনপ্রয়ি মাধ্যমগুলোর একটি হচ্ছে আর্টিকেল
রাইটিং আপনি যদি ভালভাবে লিখতে পারেন ভালো কনটেন্ট তৈরি করতে পারেন
তাহলে অনলাইন থেকে সহজে মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন
পেজ সূচিপত্রঃ আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
-
আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
-
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
-
আর্টিকেল রাইটিং শেখার উপাই
-
লাইন গ্যাপ দিয়ে কনটেন্ট রাইটিং
-
পোষ্ট ফরমেটিং আর্টিকেল লেখার টিপস
-
ফোকাস কিওয়াড বাংলা কনটেন্ট রাইটিং
-
ফোকাস কিওয়াড কোথায় রাখলে ভালো হয়
-
আর্টিকেল লিখে আয়
-
ভাষার উৎতম ব্যবহার করুন
-
আর্টিকেলে ইমেজ এর ব্যবহার
-
ফোকাস কিওয়াড এর গুরুত্ত
-
সার সংক্ষেপ কথাঃআর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়,আপনি আর্টিকেল লিখে আয় করতে পারবেন যদি আপনি
আর্টিকেল দক্ষতার সাথে ভালো ভাবে লিখতে পারেন।অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে
দিয়ে আর্টিকেল লেখিয়ে টাকা দিবে আপনি এভাবে কারো কাজ করে ইনকাম করতে
পারবেন।আপনার কাছে স্মাট ফোন বা কম্পিউটার থাকলে ভালো হয়। তবে যেহেতু লেখালেখির
কাজ এই জন্য কম্পিউটার থাকলে ভালো।
আবার আপনি নিজে কন্টেন্ট লিখে ওয়েবসাইট থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই
জন্য আপনাকে ভালো রাইটার হতে হবে।এই আর্টিকেল লিখে ইনকাম করতে হলে আগে আপনাকে
ভালো কোন প্রতিষ্ঠানে আর্টিকেল রাইটিং শিখতে হবে তার পর আপনি নিজে লিখে লক্ষ
টাকা ইনকাম করতে পারবেন।
বাংলায় আর্টিকেল লেখার নিয়ম
বাংলা কনটেন্ট লেথার নিয়ম হলো প্রথমে ৩-৪ লাইন একটা ভূমিকা লেখা ভূমিকা এমন
ভাবে লিখতে হবে জেন পাঠক পড়ে বুঝতে পারে যে পুরো পোষ্ট এর মধ্যে কি বিষয় লেখা
আছে। পাঠক যেন বুঝতে পারে যে তাকে পুরো পোষ্টি পড়া অতি জরুরি বা তার পোষ্টি পড়া
প্রয়োজন আছে। আর্টিকেল লেখার নিয়ম ভালোভাবে বুঝতে পারলে মাসে লাক্ষ টাকা আয়
করা যায়।
এই জন্য আর্টিকেল ভালাে ভাবে লিখতে হবে যেন এর অর্থবহ ব্যখ্যা বুঝা যায়। প্রথমে
ভূমিকা,তারপর বডি সুনাদর করে গুছিয়ে লিখতে হবে। এবং শেষে একটা ভালো করে সারাংশ
লেখতে হবে যেন আপনার আরো পোষ্ট পড়তে ইচ্ছা করে।লেখার লাইনগুলো যেন এলোমেলো না হয়
সেদিকে লক্ষ রাখতে হবে। আর লেখা যেন এক লাইন এর সাথে আর এক লাইন মিল থাকতে হবে।
আর্টিকেল রাইটিং শেখার উপাই
আর্টিকেল রাইটিং এর মধ্যে প্রথমে ভূমিকা সুন্দর ভাবে লেখার পর রাইটিং এর সাথে
সামন্জস্য রেখে একটা সুন্দর ইমেজ ব্যবহার করতে হয়। তারপর পেজ এর কনটেন্ট এর
ধারাবাহিক ভাবে সূচিপত্র তৈরি করতে হয়।যাতে সূচি পড়েই বোঝা যায় বর্ননা কি আছে।
আর্টিকেল রাইটিং শিখলে মাসে লক্ষ টাকা আয় করা যায়। তবে অবশ্যই কন্টেন্ট একটা ভালো
প্রতিষ্ঠানে শিখতে হবে যেন এমন কন্টেন্ট লেখা হয় যে পাঠক পড়তে পছন্দ করে।
পাঠক যদি সময় দিয়ে আপনার কন্টেন্ট পড়ে তবে আপনার ইনকাম আসবে। এই জন্য আপনাকে
সুন্দর এবং মার্জিত কন্টেন্ট লিখতে হবে। এমন বিষয় কন্টেন্ট লিখতে হবে যাতে
মানুষের পড়ে কাজে আসে বা উপকৃত হয়।প্রয়োজনীয় কন্টেন্ট ছাড়া পাঠক পড়বে না এই জন্য
অর্থবহ সুন্দর,এবং পড়ে যেন কাজে আসে এরকম কন্টেন্ট লিখতে হবে।
লাইন গ্যাপ দিয়ে কনটেন্ট রাইটিং
আর্টিকেল লেখার সময় সুন্দরভাবে লাইন গ্যাপ দিয়ে লিখতে হবে ।যাতে পাঠকের পোষ্ট
পড়তে সমস্যা না হয়।একটার পর আর একটা লাইন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে
লিখতে হবে। ঠিকমত সাজিয়ে লিখলে পাঠক পোষ্ট পড়তে মজা পাবে এবং লেখা দেখতে
ভালো লাগবে।এখানে একটা পয়েন্টে দুইটি প্যারা লিখতে হবে একটা প্যারাতে তিন থেকে
চার লাইন থাকবে এমন লিখতে হবে।
একটা লাইন যেন বড় বা ছোট না হয়, সবগুলো লাইন যাষ্টিফাইড করতে হবে তবে
প্যারাগুলো দেখতে ভালো লাগবে।কম্পিউটারে লেখা তো ভালো থাকে এই জন্য লাইন গুলো
গুছিয়ে লিখতে হবে।যেখানে দারি বা কমা লাগবে সেখানে দারি বা কমা দিতে হবে তবে
পাঠক পড়ে মজা পাবে।
পোষ্ট ফরমেটিং আর্টিকেল লেখার টিপস
আপনি যখন বাংলা লিখবেন তখন সুন্দরভাবে ফরমেটিং করতে হবে। বাংলা টাইপিং এর
নিয়মকানুন ভালভাবে জানতে হবে, আর্টিকেল জাস্টিফাই এলাইনমন্টে করতে হবে তাহলে
লেখা দেখতে ভালো লাগবে ।পাঠক পড়তে সহানুভুতিশীল হবে। যেখানে বোল্ড করতে
হবে সেখানে বোল্ড করতে হবে আবার যেখানে কমা বা দারি লাগবে সেখানে তাই দিয়ে
লিখতে হবে।
ফোকাস কিওয়াড বাংলা কনটেন্ট রাইটিং
ফোকাস কিওয়াড হচ্ছে একটি পোষ্ট এর হৃদপিন্দ যা দারা পাঠক ,এর আলোকে আরো
বিশেষ মনোযোগ দিয়ে পোষ্ট পড়বে। ফোকাস কিওয়াড হচ্ছে এমন একটি কিওয়াড যা
পাঠক এই কিওয়াড আলোকে পুরো পোষ্ট মনোযোগ দিয়ে পড়বে। ফোকাস এমন ভাবে দিতে
হবে যেন পাঠকের পড়ার আগ্রহ জাগে পুরো পোষ্টটি পড়ার জন্য।যেমন কেউ যদি ভাইবা
দিতে যায় তাহলে এর ফেস লুকিং দেখে বোঝা যায় যে তার চরিত্র কেমন।
এই জন্য এমন ফোকাস কিওয়াড যাচাই বাচাই করতে হবে যার আলোকে পাঠক পোষ্টটি
পড়ে।একটা কন্টেন্ট এর মধ্যে কমপক্ষে দশ জায়গা থাকতে হবে। আবার এর মডিফাই কি
ওয়াড পাঁচটি থাকতে হবে। এই ফোকাস কিওয়াড বেশি থাকলে গুগল এর আলোকে আপনার
কন্টেন্ট সার্চ এ নিয়ে আসবে এবং পাঠক এটি পড়বে।
ফোকাস কিওয়াড কোথায় রাখলে ভালো হয়
ফোকাস কিওয়াড পোষ্টের ফিচর ইমেজ , পোষ্টের প্রথম প্যারা ,শিরোনাম, প্যারার
বিভিন্ন জায়গায় রাখতে হয়। ফোকাস কিওয়াড পুরো পোষ্টের ১০-১২ জাইগায় রাখতে
হবে।ফোকাস কিওয়াড পাঠক যত পড়বে ততো তার পোষ্ট পড়ার মনোযোগ বাড়বে। ফোকাস
কিওযাড দ্বারা আপনি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন।এখানে এমন কিওয়াড
ব্যবহার করতে হবে যে গুগর আপনার কিওয়াড টপ টেনের মধ্যে রাখে।
এই কিওয়াড প্রথমে টাইটেল এ,ভুমিকায়, উপরে যে বাটন তৈরি করবেন সেখানে। আবার
পেজসূচি পত্রে,পেজসূচি পত্রের পর প্রথম পয়েন্টে এবং এর বর্ণনায়,শেষকথায়। ফোকাস
কিওয়াড দশ পনের জায়গায় হতে হবে।তাহলে আপনার কন্টেন্ট গুগলে আসবে।
আর্টিকেল লিখে আয়
আর্টিকেল লিখে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে আপনি কেন পারবেন না। ভালো কোন
আর্টিকেল রাইটিং প্রতিষ্ঠানে শিখুন এবং আপনি মাসে লক্ষ টাকা আয় করুন অনায়াসে।
আর্টিকেল লিখে সর্বোনিম্ন মাসে ১৫০০০/=টাকা আয় করুন।আর্টিকেলে দক্ষ হলে আপনাকে
কাজ খুজতে হবে না কাজ আপনাকে খুজে নিবে। এই জন্য আপনাকে ভালো আর্টিকেল রাইটার
হতে হবে।
যাতে আপনি অন্যকে আর্টকেল লিখে দেন আপনার কাছে মানুষ আর্টিকেল লেখে নেয়। আপনি
শুধু আর্টিকেল লিখে পাবলিশ করবেন আর টাকা ইনকাম হবে।আপনার আর্টিকেল যত ভালো হবে
আপনার ইনকাম ততো বেশি হবে শুধু আপনার আর্টিকেল লেখার উপর।
ভাষার উত্তম ব্যবহার করুন
পোষ্ট লেখার সময় এমন ভাষা ব্যবহার করতে হবে যাতে সবাই আপনার ভাষা
বুঝতে পারে। কোন নিজস্ব গ্রামের ভাষা ব্যবহার করা যাবে না যত পাারা যায় শুদ্ধ
বাংলা ভাষা ব্যবহার করতে হবে। ভাষা শুদ্ধ হলে পাঠকের পড়তে ভালো লাগবে। এবং সে
সহজে বুঝতে পারবে।
আর্টিকেলে ইমেজ এর ব্যবহার
আপনাকে আর্টিকেল লেখার সময় অবশ্যই যে বিষয়ে আর্টিকেল লিখবেন
সে বিষয়ে ভালো ইমেজ ব্যবহার করতে হবে। ইমেজ থাকলে পাঠকের পোষ্ট পড়তে
সুবিধা হবে এবং পোষ্টটি সে ভালোভাবে বুঝতে পারবে। আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
এরকম ইমেজ দিতে হবে। যেখানে যেখানে আর্টিকেলে ইমেজ দরকার সেখানে সুন্দর
ইমজে দিতে হবে।
লেখার সাথে মিল রেখে ইমেজ দিতে হবে। যাতে আপনি কি লিখলেন তার ইমেজে যেন বোঝা
যায়। বিদেশে অনেক জায়গায় দেখা যায় লেখার সাথে সাথে ছবি দেওয়া থাকে যেন সাধারন
মানুষ বুঝতে পারে যে এই লেখাটি কি বোঝাচ্ছে। যেমন কোন সাইন বোডের সাথে এ্যরো
চিহ্ন বা ছবি থাকে এটা বোঝানোর জন্য।যে এখানে কি বোঝানো হচ্ছে।
ফোকাস কিওয়াড এর গুরুত্ত
ফোকাস কিওয়াড এর গুরুত্ত অনেক বেশি কারন কোন কিছু লিখে সার্চ দিলে গুগল
দেখে কোন পোষ্টে সার্চ দেওয়া কিওয়াড বেশি আছে সেটা গুগল বের করে দেয়
তখন পাঠক সেইটা পড়ে।এজন্য ফোকাস কিওয়াড বেশি ব্যবহার করতে হবে। ফোকাস
কিওয়াড হবে আর্টিকেল লিখে লক্ষ টাকা আয়।
সার সংক্ষেপ কথাঃআর্টিকেল লিখে লক্ষ টাকা আয়
আর্টিকেল লিখে লক্ষ টাকা আয় উক্ত আলোচনাই আমরা মাসে কিভাবে লক্ষ টাকা আয় করবো
তার বিস্তরিত জানতে পারলাম পুরো পোষ্ট পড়ে ভালো ভাবে বুঝতে পারলে আপনি
ও মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন ইন্সাআল্লহ এতক্ষন এই পোষ্ট
পড়ার জন্য ধন্যবাদ আরো গুরুত্তপূর্ন পোষ্ট পড়তে ইকরালাইফ ডট কম এ সার্চ
করুন নিয়মিত ।যে কোন তথ্য জানতে আমার হটস্অ্যাপ এ যোগাযোগ করুন।এখানে আপনাাকে
কোঠর পরিশ্রমি হতে হবে নিয়মিত কন্টেন্ট লিখতে হবে ।এবং ভালো ভালাে কন্টেন্ট
লিখতে হবে তবে আপনার দ্বারা সম্ভব মাসে লক্ষ টাকা ইনকাম করা।

.jpg)
.jpg)
'https://www.ekralife.com/p/terms.html'
comment url