কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই জন্য আমাদের নির্দিষ্ট ফলোয়ার সংখ্যা এবং ওয়াচটাইম পুরণ করতে হবে। আর ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।এছাড়া আপনার পেজের কিছু নির্দিষ্ট ফিচার চালু থাকতে হবে, যথা রিল বা ভিডিওর জন্য প্রয়োজনীয়তা।  চলুন তাহলে দেখা যাক কি ভাবে ফেসবুক থেকে আয় করা যায়।


ফেসবুক দিয়ে টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশন ঠিকভাবে করতে পারলে আমরা এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো। এই কারনে আমাদের ফেসবুক দিয়ে কিভাবে মনিটাইজেশন করতে হয় তা আমাদের ভালো ভাবে জানতে হবে।তাহলে চলুন আমরা দেখি কিভাবে সঠিকভাবে আমরা ফেসবুক মনিটাইজেশন করে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করবো।

 আরো পড়ুনঃপ্রতি সপ্তাহে চার হাজার টাকা পযন্ত আয় করুন

পেজ সূচিপত্রঃ  কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

    কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

    কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেনএই বিষয় আমরা এখন জানবো,এবং মনিটাইজেশন করে ইন্সাআল্লাহ্ প্রচুর টাকা ইনকাম করবো। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কিভাবে মনিটাইজেশন  পাবো,ফেসবুক পেজ মনিটাইজেশন  হলো ফেসবুক থেকে টাকা ইকাম করার উপায়। মনিটাইজেশন  এর জন্য আপনার ফেসবুক পেজে একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকে এবং ওয়াচ টাইম থাকে,তখন আপনি ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। 

    আপনার আবেদন করার পর তারা আপনার ফেসবুক পেজ বিভিন্নভাবে চেক করে দেখবে ফেসবুক পেজটি তাদের নিয়মনিতির মধ্যে পরছে কি না যদি পরে তাহলে আপনি তাদের কাছে মনিটাইজেশন পাবেন,মনিটাইজেশন চালু হলে আপনি আপনার ফেসবুক থেকে আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন। একে বলা হয় ফেসবুক পেজ মনিটাইজেশন । আবার আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যখন আপনার ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা  ওয়াচ টাইম পূরন হলে আপনার মনিটাইজেশন  হবে।

    একই ভাবে আপনার ইউটিউব মনিটাইজেশন এর শর্তসমূহ তারা দেখবে দেখার পর যদি সবকিছু ঠিক থাকে যেমন ওয়াচ টাইম,সাবস্ক্রাইবার, তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আনলিমিটেড টাকা। তাহলে আমরা ফেসবুক ইউটিউব থেকে সহজে ইনকাম করতে পারবো।

    ফেসবুক পেজে মনিটাইজেশন অন করার উপায়

    ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য রিলস ভিডিও এবং সাধারন ভিডিও দুই জায়গা তেকে আলাদা ভাবে আবেদন করতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা মনিটাইজেশন অন করবো

    ১.ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে মনিটাইজেশন এ ক্লিক করতে হবে।

    ২.এর পর Ads on Reels অথবা In-Stream-Ads বাটনে ক্লিক করতে হবে,তারপর,Get Started বাটনে ক্লিক করতে হবে।

    ৩.এবার Enter Business info থেকে Country ও Business type দিতে হবে।এখানে  Country দিতে হবে বাংলাদেশ, বিজনেস দিতে হবে Individual এরপর Next বাটনে ক্লিক করতে হবে।

    ৪.তারপর,Enter your info থেকে  name, date of birth,address,city দিয়ে next  বাটনে ক্লিক করতে হবে।

    ৫.এরপর,state,Zip,phone,Email,Tin certificate no,দিয়ে  next বাটনে ক্লিক করতে হবে। state এ আপনার বিভাগ দিতে হবে।

    ৬.তারপর,choose how you 'did like to get pad থেকে manually link bank account select করতে হবে

    এরপর link payout method বাটনে ক্লিক করে country,bank,account name,bank account number,swif code দিয়ে দিতে হবে।

    swift code আপনার ব্যাংকের নিজস্ব শাখার দিতে হবে। link payout method বাটনে ক্লিক করতে হবে।

    ৭.এরপর  Add tax info বাটনে ক্লিক করতে হবে। এরপর view access বাটনে ক্লিক করতে হবে এরপর  next বাটনে ক্লিক হবে। তারপর address  দিয়ে next বাটনে ক্লিক করতে হবে।  

    ৮.এরপর next বাটনে ক্লিক করলে একটি একটি from আসলে review and submit বাটনে ক্লিক করে Done করে দিতে হবে। তারপর আবার next বাটনে ক্লিক করতে হবে। এরপর Done বাটনে ক্লিক করতে হবে।

    সাধারনত ২৪ ঘন্ট থেকে আপনার আরনিং দেখাবে। তখন বুঝবেন যে আপনার  মনিটাইজেশন অন হয়েছে। এরপর আপনি যে কোন ভিডিও দিয়ে ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করতে পারবেন।

    ফেসবুকে মনিটাইজেশন অন হওয়ার  পর আপনাকে ধরে ধরে সকল ভিডিও এড সেট করতে হবে।এরপর আপনার ভিডিওতে কোন প্রকার violation না থাকলে আপনার ভিডিওতে এড দেখাতে শুুরু করবে।এড চালু করার জন্য আপনি  manual &automatic  দুই ধরনের এড প্লেসমন্টে পাবেন।আপনি আপনার টাকা পাবেন ১০০ ডলার আয় করার পর আপনার টাকা আপনি তুলতে  পারবেন। আপনি আপনার টাকা পাবেন আপনার দেওয়া ব্যাংক একান্ট এর মাধ্যমে ।

    মনিটাইজেশনের পর করনীয়

    মনিটাইজেশন পাওয়ার পর অ্যাকাউন্ট এর জন্য ২টি টুল ব্যবহার  করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্ট  এর ক্ষেত্রে প্রোফেশনাল ড্যাশবোর্ড আর ফেসবুক পেজের ক্ষেত্রে মেটা বিজনেস স্যুইটস ব্যবহার করতে হয়। প্রোফেশনাল ড্যাশবোডের থেকে মেটা  স্যুইটস কিছু বাড়তি সযোগ সুবিধা দেয়। মেটা  বিজনেস স্যুইটস ব্যবহার করে একটি পেজ চালানোর জন্য অনেক ব্যাক্তিকে দায়িত্বভার দেওয়া যায়। আর প্রোফেশনাল মোডে ব্যাক্তিগত আইডিতে একাধিক ব্যাক্তিকে কাজ ভাগ করে দেওয়া যায় না।এই জন্য আমাদের মেটা স্যুইটস ব্যবহার করা ভালো।

    কন্টেন্ট আপলোড করার সময়

    ফেসবুক থেকে নিয়মিত আয় করতে হলে আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে।প্রতিদিন আমাদের ৫টা বা ৭টা কন্টেন্ট আপলোড করতে হবে। যত বেশি কন্টেন্ট আপলোড আমরা করবো ততো আমাদের ফলোয়ার বাড়বে এবং আমাদের ইনকামের সুযোগ আসতে আসতে বাড়তে থাকবে।শুধু কন্টেন্ট আপলোড করলে হবে না তা একট া নির্দিষ্ট সময় আপলোড করতে হবে তবে আমাদের আপলোড করা কন্টেন্ট অনেকে পড়বে বা লাইক দিবে বা কমেন্ট করবে এই জন্য আমাদের নির্দিষ্ট সময় কন্টেন্ট আপলোড করতে হবে।

    যেমন ভোরে ৪টা বা ৫টার দকিে,দুপুরে ২টার পরে, সন্ধায় পরে বা রাত ৯টার পরে আমরা আমাদের কন্টেন্ট আপলোড করবো। তাহলে এই সময় বেশিরভাগ লোকজন মোবাইল ব্যবহার করে তাই এই সময় কন্টেন্ট আপলোড করা ভালো। কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আমাদের আয বেশি সেটাও বিবেচনার বিষয়।সাধারনত ষ্টোরিজে আয় করার সুযোগ বেশি থাকে। একটি ছবি তোলা এবং একটি ভিডিও তৈরি করা এখানে সময় এবং অর্থ দুটোই বিনিয়োগ হয় তাই এখানে একাই সংখ্যক মানুষ ষ্টোরিজ থেকে ৩ ডলার এসেছে আর ভিডিও থেকে ৪ ডলার  এই ক্ষেত্রে ষ্টোরিজ এর আরও আই বেশি হবে।

     এখানে আবার অন্য কন্টেন্ট কম আপলোড করলে পেজ বা অ্যাকাউন্টের নেতিবাচক প্রভাব ফেলবে। এই জন্য আমাদের সব সময় সব কিছুু পোষ্ট করতে হবে। যেমন ছবি,টক্সেট,ষ্টোরিজ,ভিডিও আপলোড করতে হবে। তাহলে আমাদের সাথে দর্শকদের যোগাযোগ বাড়বে।

    ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্থ উত্তোলন

    মনিটাইজেশেন পাওয়ার পর যখন আয় ইনকাম শুরুু হবে তখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।পে -আউট অপশন থেকে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হয়। যে অ্যাকাউন্ট যোগ করা হবে সে অ্যাকাউন্টে আমাদের ইনকামের টাকা যোগ হবে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক থেকে অ্যাকাউন্ট যোগ করে টাকা উত্তোলন করা যাবে। ফেসবুক থেকে অর্থ উর্পাজন করা টাকা উত্তোলন করতে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। মনিটাইজেশেন পাওয়ার পর আপলোড করা  কন্টেন্ট থেকে অর্থ অল্প অল্প জেমা হতে থাকে অ্যাকাউন্টে। 

    এই জমাকৃত অর্থ উত্তোলন করার জন্য সর্বনিম্ন ১০০ ডলার থাকতে হবে।১০০ ডলার জমা না হলে টাকা উত্তোলন করা যাবে না।ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে দেখতে হবে কোন ব্যাংকে টাকা উঠানোর জন্য ঝামেলা কম হয়। সেই ব্যাংকে অ্যাকাউন্টে থুলতে হবে। নতুবা অনেক ব্যাংকে টাকা উঠানোর জন্য অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই আমাদের ব্যাংকে টাকা রাখতে হবে যাতে আমাদের  ভোগান্তির শিকার হতে না হয়।


    কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে কি? তা জানার উপায়

    আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে না কি? তা দেখার জন্য কিছু ফরমুলা আছে। কন্টেন্ট  মনটিাইজেশন হয়েছে না কি তা আমাদের অবশ্যই জানতে হবে কারন কন্টেন্ট  মনিটাইজেশন না হলে আমাদের ইনকাম হবে না। তাই এটা জানা এবং দেখা জরুরি। চলুন তাহলে আমরা এখন দেখবো কন্টেন্ট  মনিটাইজেশন কিভাবে চেক করতে হয়।
    • ফেসবুক অফিসিয়াল অ্যাপস এ প্রবেশ করতে হবে।
    • এর পর পেজের ভেতর প্রবেশ করতে হবে।
    • তারপর পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড এ ক্লিক করতে হবে।
    • ড্যাশবোডে ক্লিক করার পর বিভিন্ন অপশন দেখাবে।
    • বিভিন্ন অপশন এর মধ্যে মনিটাইজেশন অপশন থাকবে।
    • মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে এখানে অনেক অপশন আসবে।
    • অনেকগুলো অপশন এর মধ্যে যখন আসবে সাবস্ক্রিপশন।
    • এই লেখাগুলোর মধ্যে নট ইয়াট এভেলেবল হয় তখন বুঝতে হবে আপনি মনিটাইজেশন পাননি।
    • এই লেখাগুলোর মধ্যে যে লেখা ইলিজেবল এর উপরে থাকবে সেগুলো আপনি ব্যবহার করে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।

    ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা পদ্ধতি কি?

    ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা হলো বর্তমানে ফেসবু থেকে সবচেয়ে সহজ ইনকামের পথ যা দিয়ে আমরা ফেসবুক থেকে সহজে ইনকাম করতে পারি। আমরা এই পদ্ধতিতে ফেসবুকে ছবি,ভিডিও,লেখা,আপলোড করে টাকা ইনকাম করতে পারি। বর্তমানে যে মনিটাইজেশন আছে তা এই বেটার আওতায় আছে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বটো এর মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে।তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।

    কন্টেন্ট মনিটাইজেশন করতে আপনাকে একটা ফরম প্রদান করা হবে এইটা আপাকে পূরন করতে হবে, এই জন্য আপনাকে ফেসবুক বেটা অপশনে মধ্যে প্রবেশ করতে হবে যে ফরম থাকবে তা পূরন করে দিতে হবে।এরপর ফেসবুক আপনার এইটা সব কিছু ঠিকঠাক আছে কি না তা দেখে রিসিভ করবে।এবং আপনাকে এপ্রোভ দিবে।তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।

    ফেসবুক মনিটাইজেশন টুল দিয়ে টাকা ইনকাম

    ফেসবুক ব্যবহারকারী ফেসবুক মনিটাইজেশন টুলস্ ব্যবহার করে প্রতি মাসে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। কিন্ত এইটা দেখতে হবে কোন টুলস্ দিয়ে ইনকাম করা যায়।তখন আমরা এই সমস্ত টুলস্ ব্যবহার করে টাকা ইনকাম করবো। তাহলে দেখা যাক,

    স্টার টুলস্ টুলস্ ব্যবহার করে টাকা ইনকাম করা যায়,এই টুলস্ ব্যবহার করে সহজে টাকা ইনকাম করা যায়। এখানে আপনি যে ছবি বা ভিডিও দিবেন তা আপনাকে অন্য ফেসবুক ব্যবহার কারি আপনাকে স্টার প্রদান করবে,এইভাবে যতো বেশি আপনার পোষ্ট,ছবি বা ভিডিওতে স্টার আসবে আপনার ইনকাম ততো বেশি অসবে,এই ভাবে আপনি আনলিমিটেড টাকা ইনতাম করতে পারবেন।

    অ্যাড অন রিলস্ টুলস্ ্এর ব্যবহার,এই টুলস্ ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এইটা করবেন কিভাবে এইটা করবেন আপনি একটা ভালো রিলস্ ভিডিও ছেড়ে দিবেন এবং তা দূত ভিডিও ভাইরাল হবে এবং দূত ছড়িয়ে পরবে।দূত ছড়িয়ে পরলে অনেক ভিউ আসবে এই ভাবে আপনার যত ভিউ আসবে আপনার ততো ইনকাম আসতে থাকবে।

    বিজ্ঞাপন টুলস্,এই বিজ্ঞাপন টুলস্ ব্যবহার করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকের সবচেয়ে পুরাতুন পদ্ধতি হচ্ছে বিজ্ঞাপন টুলস্।এই টুলস্ এ আপনি একটা লং ভিডিও দিবেন এই ভিডিও যত জন দেখবে বা ভিউ হবে  তার উপর নির্ভর করে ফেসবুক আপনার এই ভিডিওতে বিজ্ঞাপন ছাড়বে আর ভিডিও যত ভিউ হবে আপনার ইনকাম ততো হবে।

    পার্টনারশিপ বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন পদ্ধতিতে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার অনেক ফলোয়ার আছে।এই রকম ফলোয়ার থাকলে কোন কোম্পানি আপনাকে তাদের বিজ্ঞাপন, আপনার পেজে বা ভিডিওতে ছাড়ার জন্য অফার করবে যে আপনি তাদের বিজ্ঞাপন আপনার ভিডিওতে দিবেন এই জন্য তাদের বিজ্ঞাপন অনেক ফলোয়ার দেখবে এতে আপনার টাকা ইনকাম হবে এবং কোম্পানীর বিজ্ঞাপন দেখে কোম্পানীর পূন্য সেল হবে।

    বোনাস টুলস্ এর ব্যবহার,বোনাস টুলস্ ব্যবহার করে   টাকা ইনকাম করা যায়। বোনাস টুলস্ হচ্ছে ফেসবুক প্রতিবছর সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের বোনাস প্রদান করে থাকে,কারন আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি বোনাস পাবেন।

    ফেসবুক পেজের কপিরাইট বন্ধকরন

    ফেসবুকে মনিটাইজেশনের জন্য আপনাকে অবশ্যই অন্যের ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে নিজের ভিডিও যতদূর পারবেন নিজেরটাই আপলোড করবেন। এর কারন হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে যা আমাদের মেনে চলতে হবে। তা না হলে ফেসবুক পেজ ব্লক হয়ে যাবে।এই জন্য আমাদের নিজের ভিডিও তৈরি করে পোষ্ট করতে হবে। তাই শতর্কতা অবলম্বন করলে আমরা মনিটাইজেশন পাবো ্রবং ফেসবুক থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো।

    সাধারনত ২৪ ঘন্টা বা ৭ দিনের মধ্যে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হয়।

    আমাদের ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করার পর ফেসবুক পেজ মনিটাইজেন হবে সাধারনত ২৪ ঘন্টা বা ৭ দিনের মধ্যে।আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পর আপনি আপনার ভিডিও,ছবি, বা অন্য কিছু পোষ্ট করতে পারবেন। তখন আপনি এখান থেকে আানলিমিটেড ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার পর  আপনার খুব সাবধানে পেজে ভিডিও ছবি,বা অন্য কিছু পোষ্ট করতে হবে যাতে মনিটাইজেশন আবার বন্ধ না হয়ে যায় এদিকে আমাদের লক্ষ রাখতে হবে।
     
    তাছাড়া অপনার ভিডিও এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনার ফেসবুক পেজে লাইক,কমেন্ট, ফলোযার  বেশি বেশি পাওয়া যায়।এবং এমন ভাবে তৈরি করতে হবে যাতে মানুষ কিছুক্ষন বা ভিডিও শেষ না হওয়া পযর্ন্ত দেখতে থাকে তাহলে আপনার ইনকাম দূত বাড়বে এবং আরো ফলোয়ার বাড়বে।এই জন্য আপনার সামাজিক,মানবিক,শিক্ষনীয়, বা বিভিন্ন ইন্টারটেনমেন্ট ভিডিও ছাড়তে হবে। 

    নিয়মিত ভিডিও বা যে কোন পোষ্ট ছাড়তে হবে

    আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার ভালো ভালো ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে। এভাবে একটা নির্দিষ্ট পরিমান  কন্টেন্ট ছাড়ার পর গুগল থেকে আপনাকে আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশন দিবে তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রমি হতে হবে যাতে আপনি অতি কম সময়ের মধ্যে মনিটাইজেশন পান।


    শেষ কথাঃ কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

    কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন,এই বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পালাম।উপরোক্ত আলোচনা সমূহ যদি ভাবে পড়ে আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন এর জন্যআবেদন করে মনিটাইজেশন নিয়ে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ইন্সাআল্লাহ্। এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন আপনাদের সেবাই আমি নিয়জিত ইন্সাআল্লাহ্ সমস্ত সহযোগীতা পাবেন।


















    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    'https://www.ekralife.com/p/terms.html'

    comment url
    Md. Golam Rasul
    Md. Golam Rasul
    একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।