কাতারে কোন কাজের বেতন বেশি
কাতারে কোন কাজের বেতন বেশি,কাতারে অনেক কাজ আছে যেগুলো কাজের বেতন বেশি,কাতার মধ্যপ্রাচ্যের এক অত্যন্ত ধনী এবং উন্নত দেশ যেটা পারস্য উপসাগরের তীরে অবস্থিত।এর আয়তন প্রায় ১১৫৭০ বর্গকিলোমিটার এবং বসবাসকারী জনসংখ্যা প্রায় ২.৭ মিলিয়ন,এর মধ্যে প্রবাসির একটি অংশ আছে। আমরা এখানে জানবো যে কোন কাজের বেতন বেশি চলুন তাহলে পুরো পোষ্টটি পড়ে আরো অনেক কিছু জানা যাক।
এটি হচ্ছে কাতারের রাজধানী দোহা যে কোন দেশের রাজধানী ব্যস্ততম শহর বিশ্বের অনেক
দেশ থেকে এখানে আসে বিভিন্ন কাজের জন্য, যারা কাজের জন্য আসে তারা এখানে প্রবাসী
হিসেবে থাকে। তারা নিজের মাতৃভুমি ত্যাগ করে এখানে আসে টাকা ইনকাম করার জন্য কতই
না কষ্ট করেন এই প্রবাসীরা।
পেজ সূচিপত্রঃকাতারে কোন কাজের বেতন বেশি
কাতারে কোন কাজের বেতন বেশি
কাতারে কোন কাজের বেতন বেশি,কাতারের রাজধানি হচ্ছে দোহা, এটি একটি সুন্দর মহানগরী
কাতার, বিশ্বের অন্যতম তেল ও লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস রপ্তানিকারক
দেশ।এই দেশ এর অর্থনীতি শক্তিশালি এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ছে,দেশের কাঠামোর উন্নত
হচ্ছে।দেশটিতে বর্তমানে শিক্ষা,সাস্থ্য, বিমান পরিকাঠামো,প্রযুক্তি আর বিনোদন খাত
বেশ উন্নয়ন করছে। আবার মাঝে মাঝে বিশ্বকাপ ফুটবল খেলা হয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা আয়োজনে সাফল্য অর্জন করে আর্ন্তজাতিক খ্যাতি
সুনাম বয়ে আনে।এই খেলাকে কেন্দ্র করে সেখানে স্টেডিয়াম, হোটেল.পরিবহন, আরো
বিভিন্ন প্রজেক্ট গড়ে ওঠে এর ফলে সেখানে বহু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।তবে
প্রায় প্রতি বছর কাতারে লোক নেওয়া হয়ে থাকে।
আরো পড়ুনঃ
বাংলাদেশ থেকে নরওয়ে যাওয়ার সহজ উপায়
যেগুলো পেশায় বেতন বেশি
কাতারে অনেক ধরনের পেশা থাকলে ও যেগুলো পেশায় বেতন বেশি তা এখন আমরা জানবো।যেসব
পেশায় বেতন সব থেকে বেশি সেগুলোর নিম্নে উল্লেখ্য করা হলো।
- সার্জন বা চিকিৎসক:
- চিকিৎসা খাতে কাতারে ডাক্তাররা বা সার্জনরা সর্বোচ্চ বেতন পায়। তাদের গড় বেতন হচ্ছে ২৯,০০০ থেকে ৯,৪০০ কাতারি রিয়াল যা প্রতি মাসে পায়।
- প্রধান নির্বাহী কর্মকর্তা:
- কাতারে বড় বড় কোম্পানিতে প্রধান নির্বাহি কর্মকর্তারা বেশি বেতন পেয়ে থাকে। যেমন ৩০,০০০ থেকে ৫৪,২০০ রিয়াল পেয়ে থাকে।
- কাতারে বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপক:
- এখানে বড় বড় প্রকল্পের ব্যবস্থাপকের বেতন বেশি থাকে।এদের গড় বেতন ৪০,০০০ থেকে ৪২,৬০০ রিয়াল পেয়ে থাকে।
- তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক:
- প্রযুক্তিখাতে যারা ম্যানেজারি করে থাকেন তাদের বেতন বেশি হয় যেমন ৩০,০০০ থেকে ৪৫২৫০ রিয়াল পায়।
- জর্জ বা বিচারকরা:
- কাতারের বিচারকরা যারা ন্যায়িক সিদ্বান্তের দায়িত্ত পালন করে থাকেন, তারা বেশি বেতন পায় যথা ২৪,৫০০ থেকে ৭৫৯০০ রিয়াল পেয়ে থাকে।
- ব্যাংক ব্যবস্থাপক:
- সেখানে ব্যাংকে শাখা ব্যবস্থাপকদের বেতন বেশি থাকে,বিশেষ করে যারা পরিচালনা পর্যায়ে থাকে তারা বেশি বেতন পায়। ১৮৭০০ থেকে ৫৯৭০০ রিয়াল বেতন পায়।
কাতারে যেসব জায়গায় চাকরি পাওয়া যায়
উপরে উল্লেখিত পেশা ছাড়া আরো অনেক পেশা আছে যগেুলোতে চাকরি করে ইনকাম করা
যায়।আমরা এখন আলোচনা করবো আরো কোন কোন পেশায় বেতন বেশি পাওয়া যায়। নিম্নে দেওয়া
হলো।
- গ্যাস এবং তেল ক্ষেত্র:
- এইক্ষেত্র্রে অনেক লোক জন কাজ করে থাকে,এই তেল এবং গ্যাস ক্ষেত্র দেশটির অর্থনীতির মূর ভিত্তি, এখানে পেট্রোলিয়াম ইন্জিনিয়ার,রিসার্চার,এন্ডজি বিশেষজ্ঞদের বেতন বেশি থাকে।
- নির্মানকাঠামোর ক্ষেত্রে:
- কাতারের নির্মান কাঠামোর জন্য অনেক লোকজন লাগে।কারন বাংলাদেশ থেকে অনেক কম দামে শ্রমিক পাওয়া যায়।বিশ্বের প্রতিটি দেশ বর্তমানে উন্নয়ের জন্য অবকাঠামোর উন্নয়ন হচ্ছে এই জন্য কাতারের প্রতি বছরে প্রচুর লোক লাগে।
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে:
- তথ্য প্রযুক্তির আর ডিজিটাল খাতে চাকরি পাওয়া যায়,এই জন্য এইগুলো কাজে দক্ষ থাকলে।আপনি তথ্য প্রযুক্তিখাতে কাজ করতে পারবেন।বিশ্বে ডিজিটিালাইজেশনের বৃদ্ধির ফলে আইটি বিশষজ্ঞদের চাহিদা বাড়ছে।তেমনি সাইবার সিকিবুরিটি এক্সপার্টদের চাহিদা বাড়ছে।
- সাস্থ্যখাতে চাকরি:
- কাতারে সাস্থ্যখাতে,চিকিৎসক,নার্স,বিশেষজ্ঞ ডাক্তার সার্জনদের বেতন বেশি এবং তাদের চাহিদা বেশি।আসলে সাস্থ্যখাতে ডাক্তার,বিশেষজ্ঞ সার্জনদের সম্মান এবং বেতন বেশি থাকে।
আরো পড়ুনঃ পার্ট টাইম ব্যবসার আইডিয়া
কাতারে জীবনযাত্রার মান
কাতার একটি ধনী দেশ তাই এখানে জীবন যাত্রার মান উন্নত।কাতারের রাজধানী দোহায় শহরে
উন্নত আধুনিক স্থাপনা, আবাসিক এলাকা,উন্নত রাস্তাঘাট,এবং অনেক আন্তর্জাতিক মানের
হোটের আধুনিক আর ডিজিটাল সুযোগ সুবিধা রয়েছে।দেশ উন্নত বিধায় মানুষের জীবনযাত্রার
মান অনেক উন্নত। সাস্থ্য সেবার ক্ষেত্রে উন্নত চিকিৎসা পাওয়া যায়।যে কোন ধরনের
শারীরিক সমস্য হলে বা জটির অসুখ হলে দূত ভালো চিকিৎসা পাওয়া যায়।
শিক্ষার ক্ষেত্র্র্র্রে ও ভালো সুযোগ সুবিধা রয়েছে।কাতারে বিভিন্ন দেশ থেকে উন্নত
শিক্ষার জন্য শিক্ষার্তিরা এখানে আসে।এখানে পড়াশুনার মান ভালো বিধায় প্রতি বছর
হাজার ট্যালেন্ট শিক্ষার্তরা বের হয়। এখানে নামি দামি স্কুল কলেজ আছে। কাতার একটি
ইসলামিক রাষ্ট হয়ায় এখানে মুসলিম ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ,জীবনযাত্রার
মান ভালো পরিবারবান্ধব পরিবেশ আছে।
বাসস্থান সুবিধা চাকুরিজীবি বা কর্মিদের
প্রবাসিদের জন্য, যারা কাজ করে বা চাকরি করে তাদের জন্য বড় কোম্পানিগুলো
বাসস্থানের সুযোগসুবিধা দিয়ে থাকে। যাতে কর্মিদের অন্যত্র বাসাভাড়া না থাকতে
হয়।অবিবাহিত থাকলে তাদের জন্য বাসস্থানের সুবিধা থাকলে কর্মিদের জন্য ভালো। আবার
যদি অফিসের বাহিরে বাসা ভাড়া নিলে বাসা থেকে অফিস যাওয়া আসার জন্য
খরচ লাগে এবং সময় লাগে।তাই অফিসের জন্য অফিস কোয়াটারে থাকা ভালো।
এতে কর্মিদের কোন টাইম এর টেনশন করতে হয় না কারন অফিস কোয়াটারে থাকলে কোয়াটার
থেকে বের হয়ে কম সময়ের মধ্যে অফিসে যাওয়া যায়। সঠিক সময় মত কাজ করা যায়।যাই হোক
কর্মিদের জন্য বাসস্থান সুবিধা থাকলে কোম্পানির জন্য এটা একটা পজিটিভ দিক হয়।
ইনকামটেক্স নেই কাতারে
কাতারে ব্যবসা করেন বা চাকরি করেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনাকে কোন
ইনকাম টেক্স সরকারকে দিতে হয় না।এই দিক থেকে কাতারে ব্যবসা বা চাকরি করে বেশি
টাকা ইনকাম করা যায়।এখানে যদি ইনকামটেক্স থাকতো তাহলে নিজ্বস ইনকামের একটা অংশ
সরকারকে দিতে হতো বিশেষ করে প্রবাসিদের জন্য ইনকামটেক্স না থাকলে ভালো।
কাতারে যে সমস্থ কাজের চাহিদা বেশি
কাতারে যে সমস্থ কাজের চাহিদা বেশি আপনি কাতারে যাবেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যে
কাজের চাহিদা বেশি সে কাজ আপনি জানেন না এই জন্য আপনাকে আগে জানতে হবে যে কোন
কাজের চাহিদা বেশি কাতারে চলুন তাহলে দেখা যাক কাতারে কোন কাজের চাহিদা বেশি আর
আপনার জন্য ভালো।
- ইলেকট্রিশিয়ান এর কাজ
- ইলেকট্রনিক্স এর কাজ
- ড্রাইভারের চাকরি
- মেকানিক্যাল এর কাজ
- মসজিদ ক্লিনার
- হাসপাতাল ক্লিনার
- ফুড প্যাকেজিং
- রেস্টুরেন্টের কাজ
- হোটেল বাবর্চি
- বাসা বাড়ি কাজের লোক
- প্লাম্বিং এর কাজ
এগুলোর মধ্যে কোন কাজের বেতন কত
- আপনি যদি প্লাম্বিং এর কাজ পারেন যদি আপনার এই কাজের অভিজ্ঞতা থাকে, তবে এই কাজের জন্য আপনি বেতন পাবেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।
- হোটেল কর্মীর কাজে,কাতারে হোটেল কর্মীর চাহিদা অনেক বেশি আপনি যদি হোটেলের কাজ পারেন তাহলে এই কাজে আপনার বেতন হবে ৮০ হাজার টাকা। বা তার একটু কম অথবা এর চেয়ে বেশি হতে পারে।
- ডেলিভারি বয়, আপনি কোন কোম্পানির পণ্য ডেলিভারির কাজ করেন, তাহলে এর জন্য আপনি বেতন পাবেন ১ লক্ষ টাকা কিন্তু আপনার ড্রাইভিং দক্ষতা থাকতে হবে।
- ড্রাইভিং পেশা,কেউ যদি ড্রাইভিং এ দক্ষ হয় এবং ভালো গাড়ি চালাতে পারে তাহলে প্রথমে তার বেতন ৫০ হাজার হতে পারে এবং পরে আস্তে আস্তে বাড়বে ১লক্ষ যাবে।
ফ্রি ভিসায় গেলে কি হয়
ফ্রি ভিসায় আপনি যেতে পারেন,কিন্তু এতে ফ্রি ভিসায় যাবেন ঠিক এতে কোন কাজের
অভিজ্ঞতা থাকতে হবে, তা না হলে আপনি কাতারে যেয়ে বিপদে পরবেন।আপনি তখন কোন কাজ
পাবেন না আপনার হয়রানি হবে এবং আপনাকে সে দেশে রাখবে না। ফ্রি ভিসা হচ্ছে তাদের
জন্য যারা যে কাজ কাতারে পাওয়া যায় সে কাজের জন্য যায় তাহলে আপনার কাজের ক্ষেত্রে
কোন সমস্য হবে না।
শেষ কথাঃকাতারে কোন কাজের বেতন বেশি
কাতারে কোন কাজের বেতন বেশি,উক্ত আলোচনায় আপনি অনেক কিছু জানতে পারলেন,কোন
কাজের বেতন কত কোন কাজের চাহিদা বেশি এখন আপনার উপর নির্ভর করবে যে
আপনি কাতার কোন কাজের জন্য যাবেন এবং কোন বেতনে কাজ বা চাকরি করবেন।তবে কাতার
যেতে হলে ভালো এজেন্সির মাধ্যমে যেতে হবে।
যেন আপনার টাকা সঠিক ভাবে কাজে লাগে টাকা যেন কোন ক্ষতি না হয়।পোষ্টটি ভালো
লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক
কিছু জানতে পারবেন।
.jpg)
.jpg)
'https://www.ekralife.com/p/terms.html'
comment url