ছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়

ছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়, ছাদ বাগান করে বেশি ফলন পেতে হলে সঠিক পরিকল্পনা করতে হবে।গাছের জন্য ভালো সারযুক্ত মাটি,পর্যাপ্ত আলাে বাতাস এর ব্যবস্থা,পানি সেচের ব্যবস্থা থাকতে হবে।ছাদে সবজি বাগান করা একদিকে যেমন সখ তেমনি পরিবারের কিছু সবজির চাহিদা মেটানো যায়।ছাদ বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া আমরা তা এখন এই পোষ্টটি পড়ে জানবো।

ছাদ বাগান করে অনেকে ফলন বেশি ফলাতে পারে না। সঠিক পরিকল্পনা এবং ভালো মাটি আর সার কিভাবে প্রয়োগ করতে হয় তা না জানার অভাবে। আমরা এখানে জানবো যে কিভাবে ছাদ বাগান করে বেশি ফলন পাওয়া যায়।ছাদ বাগানের কাজ বেশিক্ষন করতে হয় না। পার্টটাইম করলে হয়।এই জন্য দরকার সঠিক পরিচর্যা।

পেজ সূচিপত্রঃছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায় 

ছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়,

ছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়,ছাদ বাগান বেশিরভাগ সৌখিন মানুষরা করে থাকে।কিন্তু শুধু ছাদ বাগান করলে হবে না এর মধ্যে  ২থেকে ৩ ঘন্টা সময় দিতে হবে।পরিশ্রম করতে হবে। ছাদ বাগান এর প্রবনতা দিন দিন বেড়ে চলছে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে কিভাবে ছাত বাগান করে বেশি ফলন পাওয়া যায়।কম খরচে কিভাবে বেশি ফলন পাওয়া যায় তা আমরা এখানে আলোচনা করবো।

ছাদে সবজি থেকে শুরু করে ফলজ,ভেষজ,সব ধরনের চাষাবাদ করা হয়।ছাদ বাগান করতে হলে ছাদে পর্যাপ্ত আলো আছে কি না,ছাদের কোন জায়গায় কোন গাছ লাগালে ভালো হবে তার সঠিক পরিকল্পনা করতে হবে।এবং গাছে পানি সেচের ব্যাবস্থা করতে হবে যেন গাছের গোড়ায় পানি অতিরিক্ত না থাকে।গাছের গোড়ায় পানি থাকলে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে।গাছের গোড়ার দিকে আগাছা থাকলে তা যথা সময় পরিষ্কার করতে হবে।

আরো পড়ুনঃ শীতকালীন শাক সবজি উপকারিতা ও পুষ্টিগুণাগুন

সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে

ছাদ বাগান করতে হলে গাছ কোথায় লাগানো হবে,কিভাবে লাগাবেন,কি গাছ লাগাবেন,কোন সময় কোন গাছ লাগাতে হবে এগুলোর জন্য সঠিক পরিকল্পনা করতে হবে।যে কোন কাজ করেন না কেন আপনাকে সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে।পরিকল্পনা হচ্ছে কোন কিছু করার জন্য অগ্রিম লক্ষ স্থির করা এবং সে অনুযায়ী কাজ করা,তাহলে পরিকল্পনা করে কাজ করলে কাজের ধারাবাহিকতা থাকে এবং কাজ ভালো হয়।

যে কোন কাজে পরিকল্পনা করলে আপনার কাজের গতি বাড়বে,কারন আপনার একটা চিন্তা থাকবে যে কোন কাজ আপনাকে কখন করতে হবে।কিভাবে করতে হবে,কয়দিনে কাজ সম্পূন্য করতে হবে।পরিকল্পনার মধ্যে আপনার কাজের সমস্থ কিছু লেখা থাকবে কোন কাজ কিভাবে করবেন।এই জন্য পরিকল্পনা কোন কাজের জন্য খুবই গুরুত্তপূন্য এই জন্য পরিকল্পনা করতে হবে।

ছাদের স্থান নির্বাচন

ছাদের স্থান নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন জায়গায় কোন গাছ রোপন করলে ভালো হবে।এবং পর্যাপ্ত আলো বাতাস পানি সেচ দেওয়া যাবে এরকম জায়গা নির্বাচন করতে হবে। ছাদে আমরা বাগান দুভাবে করতে পারি একভাবে হচ্ছে লোহার ফ্রেম করে এবং কাঠের ফ্রেম করে তবে লোহার তৈরি করলে ভালো।ছাদের কার্নিসের উপর ভালো করে কাঠের বা লোহার ফ্রেম সেট করতে হবে

এখানে আপনি লতা জাতীয় গাছ লাগাতে পারবেন।ড্রাম যদি থাকে সেগুলো ছাদের একেবারে কোর্নার দিয়ে চারপাশ রাখতে পারেন। আপনি বিভিন্ন ধরনের সবজি যেমন লাল শাক,পালং শাক,সবুজ শাক এগুলাে ছাদে পলিথিন বিছিয়ে এর উপর প্রায় ৬ ইঞ্চি মাটি দিয়ে জৈব সার দিয়ে শাক লাগাতে পারেন।

আরো পড়ুনঃ বুক ধড়ফড় করার আটটি কারণ ও করণীয় কি দেখে নিন 

টবে চারা লাগানোর প্রস্তুতি

টবে চারা লাগাতে হলে টবকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। টবের নিচে যে ছিদ্র থাকে এর উপরে নারিকেল এর ছোবা বা ইটের খোয়া দিতে হবে যাতে পানি সঠিকভাবে নিষ্কাশন হয়। কারন পানি নিষ্কাশন না হলে টবের নিচে পানি জমে থাকলে চারা গাছের গোড়া পচে গাছ মরে যাবে।টবে যে মাটি দেওয়া হবে তা ভালোভাবে শুকিয়ে ঝুরঝুড়ে করে এতে জৈব সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

মেশানোর পর এটি টবে দিয়ে তারপর চারা গাছ লাগাতে হবে।টবের মাটি শুকনা থাকলে পানি দিতে হবে আর ভিজা থাকলে যখন মাটি শুকাবে তখন পানি দিতে হবে পানি দিতে হবে সকালে অথবা বিকেলে। টব এমন জায়গায় রাখতে হবে যেন পযাপ্ত আলাে এবং বাতাসের ব্যবস্তা থাকে। তা না হলে চারা গাছ সহজে বড় হবে না।গাছ আলো দ্বারা তাদের খাদ্য তৈরি করে থাকে।

ছাদ বাগান পরিচর্যা কিভাবে করবেন

ছাদ বাগান পরিচর্যার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এবং যত্নসহকারে  করতে হবে।এখানে মাটির পরিমান থাকে কম এই জন্য সার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সার যাতে কম অথবা বেশি না হয়। কারন বেশি হলে গাছ মারা যেতে পারে।আবার দিনের বেশির ভাগ ক্ষেত্রে রোদ্র লাগছে কি না তা লক্ষ রাখতে হবে।গাছে কোন পােকা মাকড় ক্ষতি করছে না কি দেখতে হবে।

যদি পোকামাকড় লাগে তাহলে নিজে যদি জানেন তাহলে নিজে ওষুধ এনে দিবেন তা না হলে কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিবেন পোকামাকড়ের ছবি তুলে নিয়ে যাবেন।পোকামাকড় এবং সার মাটি সঠিক ভাবে দিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে ভালো ফলন পাবেন।

কোন কোন পাত্রে আপনি ছাদে গাছ লাগাবেন

ছাদ বাগানের জন্য আপনি গাছের ধরন দেখে আপনি পাত্র নির্বাচন করবেন যে কোন, পাত্র ভালো হবে।তবে আপনি ছাদের জন্য প্লাস্টিকের টব,কাটা ড্রাম,বালতি যে কোন সাইজের এটা নির্ভর করবে যে গাছ লাগাবেন তার উপর,বোতল,বস্তা বড় বা ছোট,এগুলো যদি না থাকে তবে আপনি ছাদের উপর বেড তৈরি করতে পারেন।এর মধ্যে আপনি যদি স্থায়ী বাগান করেন তবে ইট দিয়ে তৈরি করতে পারেন।অথবা পলিথিন দিয়ে বেড তৈরি করতে পারেন।ইট সিমেন্ট বালু দিয়ে বড় ড্রামের মত বানাতে পারেন।

মাটি তৈরি যেভাবে করবেন

গাছের জন্য উপযুকাত মাটি না হলে গাছ ভালো হবে না এবং ফলন ভালো হবে না।আগে গাছ লাগানোর জন্য ভালো মাটি নিতে হবে।মাটি ভালোভাবে শুকিয়ে বা ঝুরঝুরে করে এর মধ্যে জৈব সার ভালোভাবে মিশিয়ে রাখতে হবে।গোবর সার এবং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ায়।এর মধ্যে বালু দিতে হবে বালু দিলে পানি নিস্কাশন ভালোভাবে হবে।এর মধ্যে রাসায়নিক সার একবারে পরিমান মত ব্যবহার করতে হবে যাতে বেশি না হয়।

বেশি দিলে চারা গাছের ক্ষতি হবে।মাটি তৈরি করার পর ৬-১০ দিন খোলা জায়গায় রাখতে হবে যাতে জীবানু বা পোকা মাকড় না থাকে।তারপর যে কোন পাত্র বা বেডে এই মাটি দিয়ে চারা গাছ লাগাতে হবে।শুধু গাছ লাগিয়ে ছেড়ে দিলে হবে না এর দরকার সঠিক পরিচর্যা এবং পর্যাপ্ত আলাে বাতাসের ব্যবস্থা।

আরো পড়ুনঃ প্রতি সপ্তাহে চার হাজার টাকা পযন্ত আয় করুন

ছাদে কি গাছ লাগালে ভালো হয়

ছাদে যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে তাহলে আপনি অনেক ধরনের গাছ লাগাতে পারবেন।ছাদে সাধারনত বড় গাছ লাগানো হয় না।যেগুলো মাটিতে বড় গাছ হয় সেগুলো ছাদে না লাগানো ভালো। কারন ছাদে লাগালে এগুলো থেকে ভালো ফল পাওয়া যায় না।চলুন তাহলে দেখা যাক ছাদে কি গাছ লাগালে ভালো হয়।

  • লালা শাক।
  • পালং শাক।
  • পুই শাক।
  • ধনেপাতা।
  • কলমি শাক।
  • পেয়াজ,আদা,রসুন।
  • লাউয়ের গাছ।
  • শসা।
  • টমেটো,বেগুন,শীম.বরবটি,লতা জাতীয় সমস্থ গাছ।

এই সমস্থ গাছের শিকড় খুব বেশি মাটির ভেতর যায় না এই জন্য ছাদের উপর সার পানি ঠিক মত দিলে ফলন ভালো হবে।আপনি যেমন আপনার বাচ্চাকে যত্ন করেন তেমনি যদি ছাদ বাগানকে যত্ন করেন তাহলে আপনি উক্ত যে গাছ লাগান না কেন ফলন ভালো পাওয়া যাবে।

ছাদ বাচান সবজি লাগান

শুধু শাক সবজি চাষ করলে হবে না এর জন্য দরকার সুন্দর একটা বাড়ির ছাদ নষ্ট না হয়।এই জন্য টব বা ড্রাম রাখলে ছাদ এর মেঝে থেকে কমপক্ষে ৬ ইঞ্চি উচু করে রাখতে হবে এই জন্য টব বা ড্রামের নিচে কয়টা ইট দিয়ে উচু করতে হবে যেন টবে বা ড্রামে পানি দিলে পানি ড্রামের বা টবের নিচে ছিদ্র দিয়ে বের হয়ে যায়।আবার আপনি যদি বেড তৈরি করেন তাহলে স্থায়ীভাবে করলে বেডের মাপ অনুযায়ী একটা লোহারফ্রেম তৈরি করুন।

এবং এর মধ্যে পলিথিন আর মাটি দিয়ে গাছ লাগানোর উপযোগি মাটি তৈরি করুন।এর মধ্যে গাছ লাগালে পানি দিলে পানি ছাদে জমে থাকবে না ছাদ নষ্ট হবে না।  আর যদি আপনি ছাদের উপর বেড তৈরি করেন তাহলে ছাদ বেডের নিচে ভিজে নষ্ট হয়ে যাবে।গাছের আগাছা সবসময় পরিষ্কার করতে হবে এতে ছাদে একটু আলো বাতাস লাগবে।এতে  ছাদ শুকনো থাকবে।ছাদ সহজে শেতশেতে নষ্ট হবে না।কারন ছাদ ভিজে থাকলে ছাদ রসে গিয়ে ছাদের সিমেন্ট বালু খসে পড়বে।

শেষ কথাঃছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়

ছাদে সবজি বাগান করে কিভাবে বেশি ফলন পাওয়া যায়,উপরোক্ত আলোচনায় আমরা ছাদ বাগানের কিছু গুরুত্তপূন্য বিষয় পড়লাম।আমরা এখন এভাবে ছাদ বাগান তৈরি করলে আপনার ছাদ ভালো থাকবে এবং বাগানের ফলন ভালো পাবেন।আপনি যে কাজ করেন না কেন যত্নসহকারে করলে এবং গুরুত্ত ও ধৈয্যসহকারে করলে আপনি অবশ্যই সফলতা লাভ করবেন।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।


 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।