ঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন

ঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন,ঘরে বসে ব্যবসা করা একটি ভালো পদ্ধতি এই ব্যবসায় খরচ কম এবং বাড়ির প্রায় সবাই মিলে এটি করা যায়।এতে কর্মচারির জন্য টাকা লাগে না।কম খরচে শুরু করে আস্তে আস্তে বড় করা যায়।চলুন  তাহলে দেখা যাক এই চমৎকার ব্যবসা কিভাবে করা যায় এই পোষ্টটি পড়ে আমরা জানবো।

এভাবে পণ্য প্যাকেজিং কাজ করে অনেকে বড় ব্যবসা করছে।তাই এই ব্যবসা করতে পারলে লাভজনক  আমরা এখানে দেখবো আসলে কি কি পণ্য প্যাকেজিং ব্যবসা করে ভালো একটা ব্যবসায় প্রতিষ্ঠান দাড় করানো যায়।এই ব্যবসায় খরচ কম বিধায় সহজে করা যায়।

পেজ সূচিপত্রঃঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন

ঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন

ঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন,পণ্য প্যাকেজিং ব্যবসা ঘরে বসে এবং যখন ইচ্ছা তখন করা যায়। এতে কোন বাধা ধরা নিয়ম নেই। আপনি এটি চাইলে আপনার সংসারের কাজকর্ম করে বাকি সময় করে, টাকা ইনকাম করতে পারবেন।ঘরে বসে অনেক ধরনের ব্যবসা আছে যা কম খাটনি করে এস্ট্রা টাকা ইনকাম করা যায়।অনেকে টাকা কম থাকলে উৎপাদন ব্যবসায় না গিয়ে অন্যের কাছ থেকে যে কোন খোলা পণ্য কিনে।


এই পণ্য কিনে ঘরে বসে প্যাকিং করে এটি বাজার জাত করে টাকা ইনকাম করে থাকে। এতে প্রথমে আপনাকে কাষ্টমার তৈরি করতে হবে এই কাষ্টমার তৈরি হয়ে গেলে আপনি শুধু পণ্য প্যাকিং কবেন আর বিক্রি করবেন।প্রথমে একটু কষ্ট হবে কাষ্টমার তৈরি করে পরে আপনার মার্কেট তৈরি হলে সময় কম লাগবে আর আপনার সেল বাড়বে।

প্যাকেজিং ব্যবসা কি

প্যাকেজিং ব্যবসা হচ্ছে কোন  তৈরি পণ্য কিনে তার প্যাকেট ঘরে বসে করা।এর মাধ্যমে যে প্যাকেজিং করে তাকে কোন পণ্য উৎপাদনের টেনশান থাকে না। এই ব্যবসায় ব্যবসায়ীকে প্রথমে অল্প পরিসরে এবং অল্প পরিমানে ব্যবসা শুরু করতে হয়।নিজের ব্র্যান্ড নাম দিয়ে এবং নিজের লগো দিয়ে ব্যবসায় প্রচার করতে হয়।কিন্তু আবার পণ্যরে কোয়ালিটির দিকে লক্ষ রাখতে হবে।

কোয়ালিটি খারাপ থাকলে ব্যবসা প্রসার করা যাবে না।এই জন্য শুধু পণ্য নিলে হবে না এর কোয়ালিটি এর বাজার চাহিদা কেমন তা দেখতে হবে।পণ্য যদি ভালো হয় আর বাজার চাহিদা ভালো হয়, তাহলে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হবে।এবং বাজার এর পরিসর বিস্তার লাভ করবে।

প্যাকেজিং ব্যবসার চাহিদা কিভাবে দেখবেন

প্যাকেজিং ব্যবসা করতে গেলে আগে এই ব্যবসার বাজার যাছাই করতে হবে।আপনি কোন ধরনের ব্যবসা করবেন তার উপর নির্ভর করবে।খাদ্য পণ্য,কসমেটিক্স পণ্য,চিকিৎসা পণ্য,ইলেকট্রনিক্স পণ্য অথবা আপনার পছন্দ মত পণ্য নিয়ে ব্যবসা আপনাা করতে পারেন।যেমন কেউ কেউ চা,কফি,হলুদ,মরিচ,তারপর গরমমসলা তেজপাতা আরো বিভিন্ন জিনিস প্যাকেজিং করে দোকানে দোকানে বাজর দামে বিক্রি করে।

প্যাকেজিং ব্যবসায় কি কি পরিকল্পনা করবেন

যে কোন কাজ করার আগে আপনাকে পরিকল্পনা ভালো একটি পরিকল্পনা করতে হবে।এই পরিকল্পনা এমন হবে যাতে লোকশানের সম্মখিন কম হতে হয়।বা ঝুকির পরিমান কম থাকে।ব্যবসার  ক্ষেত্র্রে ঝুকি থাকে তবে লক্ষ রাখতে হবে যেন ক্ষতি না হয়।

এখানে আপনাকেব্যবসার উদ্দেশ্য কি হবে তা নির্ধারন করতে হবে,যেমন আপনি ছোট ছোট দোকানে যাবেন নাকি বড় ব্যবসায়দের কাছে ব্যবসা করবেন।

প্যাকেজিং এর স্থান নির্বাচন করতে হবে।প্রথমত বাড়িতে করলে ভালো হবে কারন আপনার পণ্য আগে বাজারে দিয়ে দেখতে হবে কেমন সেল হচ্ছে।আর যদি টাকা বেশি থাকে এবং আপনার ব্যবসার আইডিয়া থাকে তবে একটু বড় করে করতে পারেন।


আপনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করবেন তা নির্ধারন করতে হবে।যেমন খাদ্য,পানীয়, ইলেক্ট্রনিক্স,নাকি মসলা বা কসমেটিক এগুলো সঠিক ভাবে পরিকল্পনা করতে হবে।

আপনার অর্থনৈতিক অবস্থার উপর আপনার ব্যবসা নির্ধারন করবে।আর্থিক আবস্থা ভালো থাকলে একটু বড় পরিসরে করবেন আর অর্থ কম থাকলে প্রথমে ছোট করে শুরু করবেন।

মহিলাদের জন্য ঘরোয়া ব্যবসা

মহিলাদের জন্য অনেক ধরনের ঘরোয়া ব্যবসা বা কাজ আছে মেয়েরা চাইলে করে টাকা ইনকাম করতে পারেন।হাতের কাজের মধ্যে সুতার টুপি তৈরি,মেট যা চটের বস্তা দিয়ে তৈরি করা হয়।বিভিন্ন ধরনের কাপড়ের মধ্যে সুতা দিয়ে ফুল তৈরি,কেক রান্না করা,বা আসে পাসে যদি ছাত্র বা ছাত্রীদের ম্যাস থাকে তাহলে খাবার সরবরাহ করা।আবার কোন বড় কোম্পানির কাছ থেকে প্যাকেজিং জাতীয় কোন পণ্য নিয়ে প্যাকেজিং করা।

প্যাকেজিং এর জন্য কি কি সরঞ্জাম লাগবে

প্যাকেজিং ব্যবসা করার জন্য প্রথমে আপনাকে কিছু সরঞ্জাম কিনতে হবে।যদি বড় ব্যবসা করেন তাহলে একটা অফিস বা গোডাউন ভাড়া নিতে হবে।একানে আপনার মেশিনপত্র থাকবে।আপনার যেগুলো সরন্জাম লাগবে।
  • প্যাকেজিং মেশিন: এর মধ্যে সিলিং মেশিন,স্টিকার অ্যাপ্লিকেশন মেশিন,ফিলিং মেশিন
  • ব্র্যান্ডিং এর উপকরন: ব্র্যান্ডিং এর জন্য স্টিকার,প্রিন্টার,লোগো ডিজাইন।
  • প্যাকেজিং  উপকরন:পণ্য প্যাকেজিং এর জন্য পলি ব্যাগ,বটল,টেপ,লেবেল।
এখানে আপনি যদি মসলা প্যাকেজিং করেন যেমন হলুদ,মরিচ,ধনে, তাহলে শুধু সিলিং মেসিশ এবং লেবেল বা স্টিকার ওজন অনুযায়ী পলি ব্যাগ হলে হবে।আবার যদি শুধু চা করেন তাহলে লেবেল লাগানো পলি ব্যাগ,ওজন মেশিন,তারিখের জন্য উৎপাদন এবং মেয়াদ উত্তীন্ন তারিখ দিতে হবে।যদি পারা যায় তাহলে প্রথমে ট্রেড লাইসেন্স করা ভালো।

প্যাকেজিং এর জন্য ভালো একটি স্থান  নির্বাচন

আপনার প্যাকেজিং ব্যবসা যদি বড় হয় তাহলে বড় জায়গা লাগবে আর যদি ছোট হয় তাহলে বাড়িতে জায়গা থাকলে হবে বেকার ভাড়া দেওয়ার প্রয়োজন নেই।কারন ছোট পরিসরে করলে অল্প পুজিতে হবে আর ভাড়া নিলে আপনার খরচ বেশি হবে।এই জন্য এমন পরিকল্পনা করতে হবে যাতে পণ্যের মূল্যের উপর খরচ সামন্জস্য থাকে। তা নাহলে আপনার লাভ কম হবে।অথবা ব্যবসা বেশিদিন করতে পারবেন না।

যাতায়াত ব্যবস্থা কেমন হবে

ব্যবসা করলে সবসময় খরচ যেন বেশি না হয় তা মাথায় রাখতে হবে।আপনার গোডাউন,অফিস বা বাড়ির জায়গা যাই হোক না কেন পণ্য ডেলিভারি দিতে কেমন খরচ হবে তা দেখতে হবে যাতে খরচ বেশি না হয়।যাই হোক আপনাদের খরচ হিসেব করে যাতায়াত ব্যবস্থা ঠিক করতে হবে।যে কোন ব্যবসায় প্রথমে একটু খরচ হয় পরে আস্তে আস্তে কমে যায় যদি আপনার প্যাকেজিং বেশি হয় বা সেল বেশি হয়।

সবোর্চ্চ গ্রাহক সেবা কেন দিবেন

আপনার ব্যবসা প্রচার ও প্রসার করার জন্য আপনাকে কাষ্টমারের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে।পণ্য ক্রয় বিক্যয়ের ক্ষেত্রে গ্রাহক সেবা  সব সময় ভালো দিতে হবে, যাতে গ্রাহক অসন্তুষ্ট না হয়।গ্রাহকের অর্ডার অনুযায়ী এবং সময় মত পণ্য ডেলিভারী নিশ্চিত করতে হবে।একটি গ্রাহক নেগেটিভ হলে এর দ্বারা ১০টি গ্রাহক নেগেটিভ হবে আর একটি গ্রাহক পজেটিভ হলে ৫টি গ্রাহক পজেটিভ হবে।পণ্য প্যাকেজিং এর মান উচ্চমানের রাখতে হবে।কাষ্টমারের কোন অভিযোগ থাকলে তা শুনতে হবে এবং সমাধান করতে হবে।

শেষ কথাঃঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন

ঘরে বসে পণ্য প্যাকেজিং ব্যবসা শুরু করার উপায় দেখুন,আসলে আমরা অনেক কিছু দেখলাম যে কি ভাবে ঘরে বসে পণ্য প্যাকেজিং করে এবং ব্যবসা ছোট থেকে বড় করা যায়।অনেক ধরনের প্যাকেজিং ব্যবসা যা অল্প খরচে এবং পার্টটাইম হিসেবে করা যায়।যারা বেকার আছেন তারা একবার চেষ্টা করে দেখুন আপনি ও পারবেন।

পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।