সংসারী মেয়ে চেনার উপায়,বর্তমান যুগে অনেকে লাভ ম্যারেজ করে বিয়ে করে পরে
পস্তাতে হয় সারা জীবন। এই জন্য বিয়ে করতে হলে দেখেশুনে ভালোকরে খোজ খবর নিয়ে বিয়ে
করা ভালো যেন বিয়ে দুই বা ছয় মাসে বিবাহ বিচ্ছেদ না হয়।আমরা এই পোষ্টটি পড়ে জানবো
যে সুখের সংসারি মেয়ে কিভাবে চেনা যায়।
এখানে আমরা জানবো যে কিভাবে সংসারি মেয়ে চেনা যায়। সংসারি মেয়ে আপনি বিয়ে করলে
আপনার জীবন হবে সুন্দর এবং সফল।এই জন্য আগেকার বাবা মা মেয়েদের বংশ দেখে ভালো করে
এলাকাবাসির কাছে খোজ খবর নিয়ে ছেলে বা মেয়েদের বিয়ে দিতো।
সংসারী মেয়ে চেনার উপায়,সংসারি মেয়ে চিনতে হলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে
দেখেশুনে বাবা মায়ের পরামর্শে বিয়ে করতে হবে।পাত্রী নির্বাচনের অবশ্যই সতর্ক
থাকতে হবে কারন এটা জীবনের একটা খুবই গুরুত্তপূণ্য বিষয়। এই বিষয়টি যেন দাম্পত্য
জীবনে ছাড়াছাড়ি বা কোলাহল সৃষ্টি না করে।বিয়ে একটি পবিত্র বন্ধন এই জন্য গুনী এবং
ধার্মিক মেয়ে বিয়ে করা ভালাে,শুধু সুন্দরী দেখলে হবে না।
তার মধ্যে ধার্মিক গুনাবলি আছে কি না তা দেখতে হবে। কারন এই বিয়ে, মেয়ে যদি
ভালো হয় তবে আপনি তার সাথে মৃত্য পর্যন্ত থাকবেন। সেও আপনার সাথে থাকবে। আগেকার
মানুষরা তাদের বাবা মায়ের কথামত বেশিরভাগ বিয়ে করতো বিধায় বিবাহ বিচ্ছেদ খুব কম
দেখা যেতো কিন্তু একখ বেশিরভাগ ছেলে বা মেয়েরা লাভ ম্যারেজ করে বিয়ে করে থাকে।এই
জন্য সংসার বেশিদাান টিকে না।
ভালো মেয়ে বলতে শুধু সুন্দরী মেয়েকে বোঝায় না এর মধ্যে রুপের সাথে গুন থাকতে হবে,
ধার্মিক হতে হবে। তাহলে একজন মেয়েকে আমরা ভালো বলতে পারি।ভালো মেয়ে সবদিক থেকে
ভদ্র,নম্র স্বামীর পরিবারের সাথে মিল রেখে চলতে পারে এমন মেয়ে।আসলে ভালো মেয়ে
পাওয়া এখন বেশ কষ্টকর কর ব্যাপার এই জন্য বিয়ের জন্য ভালো মেয়ে খোজ করতে হলে
অবশ্যই ভালো ভাবে যাচাই বাছাই করতে হবে। ভালো মেয়ে হতে হলে যে সকল গুনাবলি থাকা
দরকার তা নিম্নে উল্লেখ্য করা হলো।
চরিত্র এবং নৈতিকতা ভালো থাকতে হবে।
নিজের একটা দায়িত্ববোধ থাকতে হবে।
পারিবারিক মূল্যবোধ থাকতে হবে।
সহানুভূতিশীল হতে হবে।
নিজের সম্মানবোধ থাকতে হবে।
স্বামীর এবং তার পরিবারের যত্নশীল হতে হবে।
সর্বশেষ ভালো ব্যবহার এবং ধৈর্য্যশীল হতে হবে।
মেয়ে দায়িত্বশীল হলে ছেলেকে দায়ীত্বশীল হতে হবে
ছেলে দায়িত্বশীল বলতে ছেলে যে ভালো মেয়ে চাই এই জন্য নিজেকে ভালো হতে হবে।সংসার
জীবনে সংসার চালানোর মতো নিজের যোগ্যতা থাকতে এবং দায়িত্ব থাকতে হবে।টাকা ইনকাম
করার জন্য ব্যবসা বা ভালো চাকরি থাকতে হবে,তবে আপনি আশা করতে পারেন যে আপনি ভালো
পরিবারের মেয়ে বিয়ে করতে পারবেন।নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি কি? চলুন তাহলে
জানা যাক ভালো মেয়ে পেতে হলে নিজেকে কেমন হতে হবে।
নিজে দায়িত্বশীল হওয়া উচিৎ
বিয়ে করলে পরিবার চালানোর মত সক্ষমতা এবং মানসিকতা থাকতে হবে।
মেয়ের পরিবারকে সম্মান করতে হবে।
নিজের আচার ব্যবহার ভালো করতে হবে।
মেয়ের মনমাসিকতা বোঝার ক্ষমতা থাকতে হবে।
নিজে আগে উন্নয়নশীল হতে হবে।
সকলের সাথে মিলেমিশে থাকার মত যোগ্যতা থাকতে হবে।
ভালো সংসারি মেয়ে কথায় পাবেন
ভালো সংসারি মেয়ে পেতে হলে আগে নিজের পাড়া প্রতিবেশী,পাশের গ্রাম.নিজের অত্বীয়
সজ্বন,বন্ধু বা ব্ন্ধবির আত্বীয়সজন,এগুলোমধ্যে হলে আপনি ভালো মেয়ে
পাবেন।কারন এই ধরনের মেয়ে আপনি নিলে অবশ্যই ভালো মেয়ে পাবেন। এতে কোন
সন্দেহ থকবে না কারন এই মেয়েদের ছোট থেকে বড় হওয়া পড়াশুনা, ভালো ব্যবহার চরিত্র
তার গুনাবলি পরিবারের সাথে মিলে মিশে থাকতে পারবে কি না সবই জানতে পারবেন।
আমরা এভাবে মেয়ে খোজ করলে আমাদের উপকার হবে।পরিবার এবং বংশ কেমন তা জানা যাবে
সামাজিক ভাবে যাচাই করা সহজ হবে।মিথ্যা বা প্রতারনার হাত থেকে বাচা যাবে।বিবাহ
জীবনে শান্তি বজায় থাকবে।কোলহ থেকে রেহায় পাওয়া যায়।এভাবে যদি আপনি আপনার
জীবন সঙ্গী খুজে বিয়ে করেন তাহলে আপনার জীবন অনাবিল সুখ শান্তি বয়ে আনবে।
সাধারনত মেয়ের আচার আচারন জানতে হলে আপনাকে প্রথমে মেয়ের সাথে প্রতিদিন ১ থেকে ২
ঘন্টা সময় দিতে হবে যদি তা না হয় তাহলে ফোনে প্রতিদিন কিছু কথা বলতে হবে যাতে
আপনি তার বিষয়ে কিছু জানতে পারেন।এতে আপনার লাভ হবে আপনি তার বিষয়ে অনেক কিছু
জানতে পারবেন। আপনার মধ্যে একটা ধারনা আসবে যে মেয়েটার আচার আচারন স্বভাব চরিত্র
কেমন।
যে কোন কিছুর বিষয় জানতে হলে আপনাকে সে বিষয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে যাতে
আপনার মধ্যে ঐ বিষয় সম্পর্কে সম্মক ধারনা হয়।তেমনি আপনি একটা মেয়ের সাথে কথা বলে
তার বিষয়ে বা তার আচার আচারন,ব্যবহার,রাগ মেজাজ,ধৈর্য্য,কথা বলার ভঙ্গি এগুলো সবই
আপনি জানতে পারবেন।
ভালো মেয়ের খোজ কিভাবে পাবেন
আপনাকে ভালো মেয়ের খোজ পেতে হলে,আপনার ভালো আত্বীয়স্বজন,বন্ধু ,অথবা আপনার সাথে
যার সম্পর্ক ভালো আছে তাদেরকে জানাতে হবে যে আপনি বিয়ের জন্য একটা ভালো মেয়ে খোজ
করছেন। আপনার সাথে আপনার আত্বীয় স্বজনের যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি দূত
এবং ভালো মেয়ের সন্ধান পাবেন।এই ভাবে আপনি অবশ্যই একজন ভালো মেয়ে পাবেন।এই রকম
মেয়ে পাবেন গুনবতি এবং রুপবতি থাকতে পারে।
আবার আপনি যদি ঘটকের কাছে যান তাহলে আপনাকে মেয়ের ভালোমন্দ জানার জন্য অনেক যাছায়
বাছায় করতে হবে। এতে আপনার জন্য মেয়ে আপনার সংসারে সুখ বয়ে আনতে পারে আবার নাও
আনতে পারে।কারন ঘটক আপনাকে শুধু মেয়ে দেখিয়ে দিবে কন্তি মেয়ে যাছায় বাছায় এর
দায়িত্ব আপনার ভাগ্য যদি ভালো হয তবে আপনি বালো মেয়ে পাবেন,আর যদি খারাপ হয় তাহলে
আপনার কপাল গেছে।এই জন্য যতদূর পারা যায় পরিচিত মেয়েকে বিয়ে করা ভালো।
কম খরচে মেয়ে দেখবেন কিভাবে
দেখেন খরচ করলে খরচ হয় ।এখন কথা হচ্ছে কিভাবে আপনি কম খরচে মেয়ে দেখবেন। মেয়ে
দেখতে যান দূরে অথবা এখন হচ্ছে ডিজিটাল যুগ আপনি সরাসরি প্রথমে না যেয়ে আগে মেয়ের
ছবি দেখেন অথবা তার ভিডিও দেখেন দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সরাসরি
দেখতে যান এতে আপনার লাভ হবে কারন আপনি যখন দেখেছেন তখন আপনার পছন্দ হয়ে গেছে।
এখন আপনার পালা হচ্ছে কথা ফাইনাল করে বিয়ে করা। এর জন্য আগে ভালোভাবে যাচাই
বাচাই করে তখন আপনি সরাসরি মেয়ে দেখতে মিষ্টি নিয়ে যান বা মেয়ের হাতে মুখ দেখা
টাকা দেন না কেন আপনার কিছু যায় আসে না কারন আপনিতো তাকে বিয়ে করবেন।আবার দেখা
যায় যে মেয়ের কথা কেউ বললে অনেকে সরাসরি মেয়ে দেখতে চলে যায় এবং এতে খরচ হয় অনেক
টাকা। এই জন্য আপনি যদি মেয়ে দেখতে কম খরচ করতে চান তাহলে আগে মেয়ের ছবি দেখেন
যাচাই বাচাই করেন তারপর খরচ করেন।
ভালো মেয়ে চেনার উপায়
ভালো মেয়ে চেনার অনেক উপায় আছে। ভালাে মেয়ে শান্ত শিষ্ট ভদ্র,নম্র স্বভাব
প্রকৃতির হয়ে থাকে।বিয়ের জন্য বশ্যই ভালো মেয়ে দেখে শুনে বিয়ে করতে হবে।ভালো মেয়ে
চেনার জন্য সহজভাবে ভালো মেয়ে চেনার উপায় নিম্নে দেওয়া হলো।
ভালো মেয়েদের বন্ধুবান্ধব থাকে কম, কারন ভালো মেয়েরা কখনও বেশি বন্ধুবান্ধব
পছন্দ করে না।
কথা বার্তায় ভালো হয় খুব বেশি জোরে কথা বলে না।
ভালো মেয়েরা ফেসবুকে আসক্ত থাকে কম।
কিছু কিছু মেয়েদের চেহারা দেখলে বোঝা যায় ভালো মেয়ে বা মেয়ে ভালো না।
আর একটা উপায় আছে ভালো মেয়ে চেনার, ভালো মেয়ে চিনতে হলে তার বাবা মায়ের বংশ
বা মেয়ের বংশ পরিচয় জেনে বোঝা যায়।
ভালো মেয়েরা কখনো রাস্তাঘাটে বেশি চলা ফেরা করে না, বেশি বাজার ঘাট যায় না।
সংসারী মেয়ে চেনার উপায়,ভালো মেয়ে চেনার উপায় সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে
যে আপনি বিয়ের জন্য একটা ভালো মেয়ে কিভাবে পাবেন। বর্তমানে ভালো মেয়ে পাওয়া
খুবই দূরহ ব্যাপার কিন্তু একটু বুদ্ধি খাটালে আপনি ভালো মেয়ে সহজে
পাবেন।সংসারি মেয়ে চেনার জন্য উপরোক্ত আলোচনায় যেভাবে ব্যাখ্যা করা হয়েছে আপনি
সেভাবে খোজ করুন আপনি অবশ্যই ভালো মেয়ে পাবেন।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক
পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট
কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে
পারবেন।
about me,contact us,future plan,my hobby,my self,present address
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।
'https://www.ekralife.com/p/terms.html'
comment url