ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক

ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক,স্কলারশিপ এর মাধ্যমে একজন গরীব মেধাবী ছাত্র তার পড়াশুনা বিদেশে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে চালাতে পারে।আমরা এখানে আলোচনা করবো এক জন ছাত্র কিভাবে স্কলারশিপ পাবে।কি কি করলে স্কলারশিপ পাওয়া যায়।এই পোষ্টটি পড়ে আপনি জানতে পারবেন।

আমরা এখানে জানবো যে আসলে কিভাবে একজন ছাত্র  স্কলারশিপ পায়। এই স্কলারশিপ পাওয়ার জন্য সম্পূর্ন্য পদ্ধতি আলোচনা করবো।এর মধ্যে থাকবে একজন শিক্ষার্থীর জন্য কি কি খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে।চলুন তাহলে জানা যাক একজন শিক্ষার্থী কিভাবে ফুল ফ্রি স্কলারশিপ পায়। 

পেজ সূচিপত্রঃ ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক

ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক

ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক,বর্তমানে উচ্চশিক্ষা অর্জন করতে অনেক খরচ বহন করতে হয়,কিন্তু একজন সাধারন শিক্ষার্থীর কাছে বহন করা সম্ভব হয় না।এই জন্য ফুল ফ্রি স্কলারশিপ থাকলে একজন শিক্ষার্থী কাছে উচ্চশিক্ষা অর্জন করা সহজ হয়।অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবি কিন্তু অর্থ নাই যে তারা উচ্চ শিক্ষা অর্জন করবে।চলুন তাহলে জানা যাক যে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়।

আরো পড়ুনঃ মালয়েশিয়া যাওয়ার সহজ উপায় কিভাবে

স্কলারশিপ কি এর মধ্যে কি কি ফ্রি আছে

ফুল ফ্রি স্কলারশিপ কি, এর মধ্যে একজন শিক্ষার্থীর পড়াশুনার ক্ষেত্রে সব কিছু ফ্রি করে দেওয়া হয়।যে সকল শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থা সচ্ছল না তাদের জন্য বিশেষ ভাবে প্রয়োজন।স্কলারশিপ পেলে একজন শিক্ষার্থীর সহজে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব হয়।ফুল ফ্রি স্কলারশিপ পেতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই মেধাবী হতে হবে। পড়াশুনার ক্ষেত্রে ভালো দক্ষ হতে হবে।

ফুল ফ্রি স্কলারশিপ এর মধ্যে যে গুলো বৃত্তি থাকে 

  • পড়াশুনার সম্পূণ্য টিউশন ফি
  • মাসিক স্টাইপেন্ড
  • শিক্ষার্থীর থাকার জন্য খরচ
  • চিকিৎসার জন্য মেডিকেল ইনস্যুরেন্স খরচ
  • বিমানে যাতায়াত খরচ
  • বিশ্ববিদ্যালয়ে গবেষনা এবং বইপত্রের খরচ
ফুল ফ্রি স্কলারশিপ পেলে একজন শিক্ষার্থী উক্ত বিষয় সমূহ পেয়ে থাকে।এই সমস্থ খরচ পেলে একজন শিক্ষার্থীর জন্য পড়াশুনার ক্ষেত্রে অনেক সহযোগিতা হয়।স্কলারশিপ না থাকলে অনেক মেধাবী শিক্ষার্থীর ঝড়ে পড়ে যায়। পড়াশুনা আর করতে পারে না।

একজন শিক্ষার্থীর কেন ফুল ফ্রি স্কলারশিপ প্রয়োজন

একজন শিক্ষার্থীর স্কলারশিপ দরকার এই জন্য যে, তার পড়াশুনা চালানোর মত সামার্থ নেই।কিন্তু তার আগ্রহ আছে আবার সে মেধাবী এগুলো দেখে বিদেশে বিশ্ববিদ্যালয় গুলো তাকে স্কলারশিপ দিয়ে থাকে।একজন শিক্ষার্থীর কত আশা নিয়ে পড়াশুনা করে যে সে একদিন অনেক বড় কিছু হবে কিন্তু অনেক সময় অভাবের থারনায় তা হয়ে উঠতে পারে না।আর স্কলারশিপ পেলে তার জন্য উচ্চ শিক্ষা অর্জন করা সম্ভব হয়।একজন  শিক্ষার্থীর ফুল ফ্রি স্কলারশিপ কেন প্রয়োজন চলুন দেখা যাক।

আরো পড়ুনঃ ইতালি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন

  • মেধাবী কিন্তু গরীব শিক্ষার্থী।
  • স্কলারশিপের কারনে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহনের সুযোগ পায়।
  • তার ভবিষৎ উজ্জল হয়,ভালো চাকরি পায়।
  • তার জন্য বৈষিক নেটওয়ার্ক তৈরি করে।
উক্ত বিষয় সমূহের জন্য একজন শিক্ষার্থীর ফুল ফ্রি স্কলারশিপ অবশ্যই প্রয়োজন।

ফুল ফ্রি স্কলারশিপ যে দেশে পাওয়া যায়

বিশ্বের মধ্যে অনেক ইউরোপিয়ান দেশ আছে যারা গরীব মেধাবী শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে।তারা আবার যে সে গরীব শিক্ষার্থীদের দেয় না।এর জন্য মেধাবী হতে হবে।এবং সে যেখানে পড়াশুনা করে সেখান কার প্রত্যায়ন লাগবে যে  শিক্ষার্থী চরিত্র ভালো একজন ভালো  শিক্ষার্থী এখন তাহলে দেখা যাক কোন কোন দেশ ফু ফ্রি স্কলারশিপ দেয়।
  • জর্মানি
  • চীন
  • জাপান
  • তুরুস্ক
  • ইতালি
  • হাঙ্গেরি
উক্ত দেশসমূহ স্কলারশিপ দিয়ে থাকে।আপনি ভালো করে পড়াশুনা করলে এসব দেশে আপনার স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

কয় ধরনের স্কলারশিপ দেওয়া হয়

স্কলারশিপ কয়েক ধরনের আছে এর মধ্যে সরকারি,বিশ্ববিদ্যালয় কর্তৃক,এবং আন্তর্জাতিক পর্যায়।সরকার কর্তৃক স্কলারশিপ যার সমস্ত কিছু সরকার কর্তৃক বহন করা হয়ে থাকে।এর শিক্ষার্থীরা সরকারের মাধ্যে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশুনার সুযোগ পায়।সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপ এর মধ্যে MEXT,CSC,DAAD.


আর এক ধরনের স্কলারশিপ হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্কলারশিপ যার খরচ সম্পূণ্য বিশ্ববিদ্যারয় বহন করে।এই ধরনের স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে মেধাবী হতে হয় এবং স্কলার পাওয়ার যোগ্য হতে হয়।এর মধ্যে হচ্ছে  Merit,Based scholership.এক ধরনের স্কলারশিপ হচ্ছে আন্তর্জাতিক কর্তৃক প্রদত্ত স্কলারশিপ।এগুলো বিভিন্ন দাতা সংস্থা দিয়ে থাকে এর মধ্যে হচ্ছে Erasmus Mundus.

ফুল ফ্রি স্কলারশিপ এর জন্য যোগ্যতা

ফুল ফ্রি স্কলারশিপ এর জন্য অবশ্যই যোগ্যতা ভালো হতে হবে।ভালো যোগ্যতা এবং অভিজ্ঞতা না থাকলে পাওয়া যায় না। সাধারনত যে সমস্ত যোগ্যতা লাগে তা নিম্নে দেওয়া হলো।
  • ভালো একাডেমিক রেজাল্ট হতে হবে।
  • ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে।
  • শক্তশালি সপ থাকতে হবে।(এস্টেটমেন্ট অফ পারপাস থাকতে হবে)
  • রিকোমেনডেশন লেটার হতে হবে।
  • এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি
  • গবেষনার আগ্রহ শিক্ষার্থী যারা মাস্টার্র বা পি এইচ ডি করতে চাই। 
উক্ত বিষয়সমূহ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফু ফ্রি স্কলারশিপ পাওয়ার যোগ্য হবেন।

শেষ কথাঃ ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক

ফুল ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায় জানা যাক,এই স্কলারশিপ পাওয়ার জন্য বিভিন্ন সাইট আছে আপনি সার্চ করতে পারেন।যেমন গুগল,বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট,অফিসিয়াল স্কলারশিপ প্রোটকর।এর জন্য আপনাকে প্রথমে আপনার লক্ষ্য নির্ধারন করতে হবে আপনি কোন বিষয় নিয়ে পড়বেন এবং কোন দেশে পড়বেন এটা আগে ঠিক করে সার্চ করতে হবে।

কারন আপনার দক্ষতার উপর নির্ভর করবে আপনি কোথায় স্কলারশিপ পাবেন।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।