ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়, গরীব কিন্তু মেধাবি ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি পড়াশুনার সুযোগ দেওয়া প্রয়োজন।ইউরোপের কোন দেশে ফ্রি পড়াশুনা করা যায় আমরা অনেকে জানি না।এই জন্য আমরা এই পোষ্টটে জানবো ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়।আপনি এই পোষ্টটি পড়ে জানবেন যে কোন কোন দেশে ফ্রি পড়া যায়।
ইউরোপের অনেক দেশ আছে যে দেশে গরীব মেধাবি স্টুডেন্টদের ফ্রিতে পড়ার সুযোগ দেওয়া
হয়ে থাকে কিন্তু আমরা জানি না।ইউরোপের অনেক দেশ আছে যারা সরকারি ভাবে টিউশন ফি
ফ্রি করে দিয়েছে।যেন বিদেশের ভালো মেধাবী ছাত্ররা কম খরচে বা বিনামূল্য পড়াশুনা
করতে পারে।চলুন তাহলে দেখা যাক ইউরোপের কোন কোন দেশে ফ্রিতে পড়াশুনার সুযোগ
রয়েছে
পেজ সূচিপত্রঃইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়,ইউরোপের অনেক দেশ আছে গরীব মেধাবী ছাত্ররা
ফ্রিতে পড়াশুনার সুযোগ পায়।এটা মেধাবী ছাত্রদের জন্য ভালো একটা সযোগ যাদের দেশে
পড়াশুনা শেষ কিন্তু উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশুনা করতে চাই অথচ তার
সামাথ্য নেই।ফ্রি পড়পশুনার জন্য দেশে একটা ভালো ILETS প্রতিষ্ঠানে কোর্স করে,
আরো পড়ুনঃ মালয়েশিয়া যাওয়ার সহজ উপায় কিভাবে
একটা পাসমার্ক নিতে হবে যে আপনি কোন দেশে যেতে পারবেন।ভালো প্রতিষ্ঠানে কোর্স
করলে তারাই আপনার ভিসার ব্যবস্থা করে দেবে।যে আপনি সম্পূর্ণ ফ্রিতে পড়াশুনা করতে
পারবেন।এক্ষেত্রে আপনাকে ইংরেজিতে একটু তুখর হতে হবে।কারন ইউরোপের দেশ গুলোতে
ভালো ইংরেজি না জনলে আপনি স্কলারসিপ পাবেন না।
ইউরোপের দেশ জার্মানি
জার্মানি,এ দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থীরা এখানে টিউশন ফি
ফ্রিতে পড়াশুনা করতে আসে।এই দেশ অন্যতম জনপ্রিয় দেশ যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়
গুলো টিউশন ফি ফ্রি এই জন্য অনেক দেশ থেকে মেধাবি শিক্ষার্থীরা এখানে শুধু
প্রশাসনিক খরচ দিতে হয় তাও অনেক কম বাংলাদেশী টাকায় ২০০০০ থেকে ৩০০০০টাকা
এখানে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা,গবেষনার সুযোগ,শিল্প প্রযুক্তির
কোর্স এই কারনে অনেক দেশ থেকে মেধাবি ছাত্ররা এখাানে আসে পড়াশুনা করতে।প্রবাসি
স্টুডেন্টরা এখানে গিয়ে নিজের দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে পড়াশুনা করে।
নরওয়ে ইউরোপের একটি দেশ
নরওয়েতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা পড়াশুনা করতে আসে।ইউরোপের অনেক দেশের
সরকার তাদের বিশ্ববিদ্যালয় গুলোতে ভালো মেধা সম্পূণ্য ছাত্রদের জন্য পড়াশুনার
ফ্রি ব্যবস্থা করেছে।এই জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই।এখানে আবার
দৈনন্দিন জীবনযাত্রার মানের খরচ বেশি গরীব ছাত্রদের জন্য কষ্টসাধ্য হবে।তাই একটু
সাবলম্বি ছাত্ররা এখানে পড়তে আসে।এখানে মাসে প্রায় খরচ হতে পারে ১২০০০০/টাকা থেকে
১৮০০০০/টাকা।যা একজন সাধারন ছাত্রদের জন্য সম্ভব নাও হতে পারে।
আরো পড়ুনঃ ইতালি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
ফিনল্যান্ড দেশে এখানে টিউশন ফি ফ্রি
এখানে ইউরোপীয় ইউনিউন থেকে আসা শিক্ষার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন
ফি লাগে না।আবার ইংরেজি ভাষার শিক্ষার্থীদের জন্য তার যদি ফিনল্যান্ডের বাহিরের
দেশের হয় তবে টিউশন ফি ধার্য করা /হয়। কিন্তু যারা পি এইচ ডি ডিগ্রীর জন্য যায়
তাদের বিষয় আলাদা কারন এগুলো হচ্ছে গবেষনা ভিত্তিক এই জন্য এইসব ডিগ্রির জন্য
টিউশন ফি লাগ না।তবে এদের মধ্যে যারা ফিনিশ ভাষা জানে তাদের জন্য ফ্রিতে পড়াশুনার
সুযোগ রয়েছেে।
সুইডেন ইউরোপের একটি ভালো পড়াশুনার দেশ
সুইডেনে ইউরোপীয় ছাত্রদের জন্য উন্মুক্ত এবং অন্যদের স্কলারসিপ থাকলে ফ্রি পড়তে
পারবে।এখানকার সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই।এখানে
কিছু দেশের শক্ষিার্থীদের টিউশন ফি আছে যেমন বাংলাদেশ,ভারত,পাকিস্তান,এই
শিক্ষর্থীরা ইংরেজি জানলেও টিউশন ফি লাগে।এদেশে স্কলারশিপ এবং বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের বৃত্তি থেকে ছাত্ররা খরচ চালাতে পারে।
ফ্রান্স ইউরোপের একটি দেশ
ফ্রান্স ইউরোপের একটি উন্নত এবং সাংস্কৃতিক মনা দেশ, এ দেশের মানুষ আধুনিক জীবন
যাপন করে।এ দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং এখানে ঐতিহাসিক স্থাপনা রয়েছে।এখানে
রয়েছে আইফেল টাওয়ার,লুভর মিউজিয়াম,ফ্যাশন,শিল্পকলা এবং সাহিত্য ও খাবার।এখানে
সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপের শিক্ষার্থীদের জন্য খরচ কম।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কিছু খরচ আছে তবে ফ্রান্সের সরকার এবং বিশ্ববিদ্যালয়
গুলো মেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে। ফ্রান্সে ইংরেজি কোর্সের পরিমান
দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তবে ইউরোপের যে দেশে আপনি যান না কেন ইংরেজি ভালো জানতে
হবে।বাংলাদেশের ছাত্ররা বিদেশে পড়াশুনা করলে দেশের একটা সুনাম বয়ে আনে।
গ্রীস ইউরোপের একটি দেশ
গ্রীস একটি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এবং প্রাকৃতিক নয়নাভিরাম দেশ এখানকার প্রাকৃতিক
দৃশ্য খুবই সুন্দর।এখানে দ্বীপ,সমুদ্র,ঐতিহ্যবাহী শহর যা গ্রীসকে সমৃদ্ধ করে
তুলেছে।এখানে প্রাচীন সভ্যতা আছে দার্শনিক ইতিহাস,অলিম্পিকের গেমসের
জন্মস্থান।গ্রীসে ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ফ্রি করা হয়েছে।এবং
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খরচ কম।
আরো পড়ুনঃ পার্ট টাইম ব্যবসার আইডিয়া
এখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ হচ্ছে এখানে জীবনধারন খরচ অনেক সস্থা
তাই কোন রকম টিউশন ফি দিয়ে সাধারনভাবে শিক্ষার্থীরা চলতে পারবে।এখানে বন্ধুসলভ
পরিবেমশ আছে।যা যেকোন দেশের ছাত্ররা এখানে সাচ্ছন্দে পড়াশুনা করতে পারে।এখানে
ইতিহাস,দর্শন,পর্যটন এবং মেডিটেরানিয়ান এ ভালো স্টাডিজ সুবিধা রয়েছে।
পোল্যান্ড ইউরোপের দেশ
পোল্যান্ড একটি দূত উন্নয়নশীল দেশ এখানে আছে আধুনিক শহর ঐতিহ্যবাহী সংস্কৃতির
মিশ্রণ।এদেশে রয়েছে ঐতিহাসিহ শহর,শক্তিশালী শিক্ষা ব্যবস্থা আইটি এবং
ইন্জিনিয়ারিং সেক্টর সমূহ।এখান ইউরোপীয়দের এবং পোলিশ ভাষায় কোর্স করলে টিউশন
ফ্রিতে পড়াশুনা করা যায়।আবার ইংরেজি কোর্সে টিউশন ফি থাকে কিন্তু তুলনামূলক কম
খরচ।এখানে পড়াশুনায় খরচ কম হওয়ায় অনেক দেশ থেকে শিক্ষার্থীরা পোল্যান্ডে
ড়াশুনা করতে আসে।
অস্ট্রিয়া ইউরোপের দেশ
এই দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খরচ কিছুটা কম এবংসরকারি বিশ্ববিদ্যালয়
গুলো অনেক সময় ফ্রিতে পড়ার সুযোগ দিয়ে থাকে।এখানে রয়েছে উচ্চ মানের শিক্ষা ও
গবেষনা।এই দেশটি ইউরোপের কেন্দ্রে অবস্থিত।এখানে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব
পরিবেশ আছে।দর্শনীয় স্থানের মধ্যে আরপস পর্বতমালা,ক্লাসিক্যাল মিউজিক,ভিয়েনা যা
বিশ্বের অন্যতম বসবাসযোগ্য শহর।
শেষ কথাঃ ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়,ইউরোপের দেশগুলোতে কিছু দেশে আপনি ফ্রিতে বা কম
টিউশন ফি দিয়ে পড়তে পারেন।কোন কোন দেশে আপনি ফ্রিতে পড়তে পারেন যেমন
জার্মানি,নরওয়ে।আর অন্যন্য দেশে ফি থাকলে তুলনামূলক কম।পোষ্টটি ভালো লাগলে আমার
আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত
ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু
জানতে পারবেন।
.jpg)

.jpg)
'https://www.ekralife.com/p/terms.html'
comment url