সৌদি ভিসা প্রসেসিং খরচ কত

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত,সৌদি ভিসা খরচ কত তা আমাদের জানা দরকার এবং অর্জিনার ভিসা কিভাবে পাওয়া যায় তা জানা প্রয়োজন।সৌদি আরব বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি দেশ, যে দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন উদ্দেশ্য যায়।কিন্তু জানতে হবে ভিসা প্রসেসিং খরচ কত তা আমরা অনেকে জানি না।

সৌদি একমাত্র দেশ যেখানে হজ্জ এবং উমরা করার জন্য প্রতি বছর হাজার হাজার  মানুষ সৌদি যায়।এখানে যেতে হয় কিভাবে এবং ভিসা প্রসেসিং এর জন্য কত খরচ লাগে আমরা এই পোষ্টটি সম্পূণ্য পড়ে দেখবো যে কি পদ্ধতিতে ভিসা করলে অর্জিনাল ভিসা পাওয়া যাবে।

পেজ সূচিপত্রঃসৌদি ভিসা প্রসেসিং খরচ কত

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত,সৌদি এমন একটি দেশ, যে দেশে হাজার হাজার মানুষ হজ্জ এবং উমরা পালন করতে যায় পৃথীবির বিভিন্ন দেশ থেকে।এছাড়া অনেক মানুষ যায় বিভিন্ন কাজের জন্য মানে কর্মসংস্থানের খোজে ভিসা নিয়ে কেউ কোন কোম্পানিতে চাকরি করার জন্য, কেউ বা হাতের কাজের দক্ষতা থাকলে দক্ষতা অনুযায়ী ভিসা নিয়ে সেখানে কাজ করে।


আসলে ভিসা কি আগে আমাদেরকে এটা জানতে হবে,ভিসা কি এটা যদি না জানি তাহলে ভিসা প্রসেসিং তো কিছুই জানবো না।সৌদি ভিসা হচ্ছে  সৌদি সরকার কর্তৃক প্রদত্ত একটি সরকারি অনুমোদন যা দ্বারা এক জন মানুষ এই অনুমোদন পেয়ে সৌদিতে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান করতে পারবে।বা নির্দিষ্ট সময়ের জন্য কোন জায়গা চাকরি করতে পারবে।

কত ধরনের ভিসায় সৌদি যাওয়া যায়

সৌদি কেউ কাজের জন্য কিউ যায় হজ্জ,উমরা পালন করতে।অত্মীয়স্বজনদের সাথে দেখা করতেযায়।যাই হোক দেখা যাক কত রকমের ভিসা দিয়ে সৌদি যাওয়া যায়।
  • ওয়ার্ক ভিসা,কাজের জন্য যে ভিসা।
  • ভ্রমনের জন্য ভিসা।
  • অনেক সময় পরিবার সবাই মিলে সৌদি যায়।এই ভিসা হচ্ছে ফ্যামেলি ভিসা।
  • উমরা ভিসা 
  • হজ্জের জন্য ভিসা।
  • ভিজিট ভিসা।
  • টুরিস্ট ভিসা
  • ব্যবসায়ের উদ্দেশ্য ব্যবসায়িক ভিসা।
উপরে উল্লেখিত ভিসা সমূহ ভিসার প্রকারভেদ এই ধরনের ভিসা দিয়ে সৌদি যাতায়াত করা য়ায়।

কোন ভিসা কেমন খরচ

এখানে বিভিন্ন ধরনের ভিসা দিয়ে মানুষ সৌদি আরব যায়।একেক ধরনের ভিসা খরচ একেক রকম চলুন তাহলে দেখা যাক কোন ধরনের ভিসার খরচ কেমন।এখানে আপনার ভিসায় হচ্ছে মূল যার উপর ভিত্তি করে আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হয়।এই ভিসায় আপনার একমাত্র সম্বল এই জন্য যাই করেন না কেন ভিসা সঠিক উপায়ে এবং অর্জিনাল করতে হবে আর যদি ভিসা সঠিক মানুষের সাথে না করেন তাহলে আপনার টাকা পয়সা সব বেকার আপনাা লসের মধ্যে পরে যাবেন। চলুন তাহলে আমরা এখন দেখবো কোন ভিসা কত খরচ।

ওয়ার্ক ভিসা কত খরচ

ওয়ার্ক ভিসা মূলত বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের জন্য যায়।এই  ভিসায় আপনি কাজ করবেন তা উল্লেখ্য করা থাকে।এবং কোন কোম্পানি বা কোথায় কাজ করবেন এর উপর নির্ভর করে।
এখানে আপনাকে একটা আনুমানিক মূল্য আমরা দিবো যা থেকে একটু তম বা বেশি হতে পারে সময় অনুযায়ী কারন দিন দিন সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে।
  • ভিসা ফি                =১৫০০০-২৫০০০/ টাকা
  • মেডিকেল টেস্ট    =১০০০০-১৫০০০/ টাকা
  • বায়োমেট্রিক          =৪০০০-৫০০০/টাকা
  • পুলিশ ক্লিয়ারেন্স    =১০০০-১৫০০/টাকা
  • এজেন্সি চার্জ          =৬০০০০-২৬০০০০/টাকা
এই খরচ আপনার কাজের দক্ষতা আপনার এজেন্সি এবং যেখানে কাজ করবেন তার উপর নির্ভর করবে।

ভিজিট ভিসা প্রসেসিং খরচ

এই ভিসা সাধারনত অত্মীয়স্বজন বা বন্ধুব্ন্ধব এমনি কোথায় ভিজিট এর জন্য গেলে এই ভিসা নিয়ে যেতে হয়। এই ভিসার খরচ সমূহ নিম্নে দেওয়া হলো।

  • ভিসা ফি                 =১৫০০০-২০০০০/টাকা
  • বায়োমেট্রিক          =৩০০০-৪০০০/টাকা
  • সার্ভিস চার্জ           ৭০০০-১০০০০/টাকা
ভিজিট ভিসায় খরচ কম কারন এই ভিসায় খুব বেশি হলে ১-৩ মাস থাকে।এই ভিসায় শুধু ভিজিটের জন্য যাব।

ফ্যামিলি ভিসা খরচ সমূহ

এই ভিসায় শুধু ফ্যামিলির সদস্যরা যেতে পাবেন অন্য কেউ যেতে পারবে না।এই ভিসার খরচ মোটামুটি কম এখানে জনপ্রতি ভিসা খরচ দেখানো হলো।
  • ভিসা ফি             =১৫০০০-২০০০০/টাকা
  • বায়োমেট্রিক       =৩০০০-৫০০০/টাকা
  • সার্ভিস চার্জ        =১৫০০-২০০০/টাকা

সৌদি আরব ওমরা ভিসা প্রসেসিং খরচ সমূহ

এবার আমরা দেখবো ওমরা ভিসা খরচ।এই ভিসায় অনেকে এজেন্সির মাধ্যেমে যেয়ে থাকে এতে সমস্ত খরচ এজেন্সি একসাথে ধরে নেয় এই ভিসা এজেন্সির ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে।তার পর আমরা একটা সাধারন খরচ এখানে দেখাচ্ছি
ভিসা ফি        ১০০০০-১২০০০/টাকা
ওমরা প্যাকেজ এর মধ্যে ট্রান্সপোট আরো অনুসাংঙ্গিক খরচ থাকে যা ১২০০০০-২২০০০০/টাকা হতে পারে।এই খরচ আপনার বিলাসিতার ুপর নির্ভর করবে আপনার হোটেল এবং বিমান টিকিট এর উপর নির্ভর করবে।

হজ্জ ভিসার ক্ষেত্রে খরচ সমূহ

হজ্জে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর যেয়ে থাকে।এই সময় সৌদি আরবে একটা অন্য রকম আমেজ তৈরি হয়।গোটা মক্কা নগরি এক উৎসব মূখর পরিবেশ দেখা যায়।আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মূখরিত হয় মক্কা নগরি।এখানে ভিসা খরচ হয় দুইভাবে একটা সরকারিভাবে আর একটা বেসরকারি ভাবে।
  • সরকারিভাবে হজ্জ প্যাকেজ খরচ =৫৫০০০০-৬৫০০০০/টাকা
  • বেসরকারি ভাবে হজ্জ প্যাকেজ খরচ =৬৫০০০০-৮৫০০০০/টাকা

ট্যুরিস্ট ভিসা খরচ

সৌদিতে অনেক আছেন যারা ভ্রমনের জন্য যেয়ে থাকেন।বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেশে লোকজন আসে।এই ভিসার খরচ হচ্ছে
  • ভিসা ফি            =১৫০০০-২০০০০/টাকা এর মধ্যে ট্রাভের ইনসুরেন্স অন্তরভুক্ত থাকে।
  • সার্ভিস চার্জ      =৪০০০০-৬০০০/টাকা
এই ভিসায় মানুষেরা বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যায়।এখানে প্রতি বছর প্রচুর পর্যটকরা বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসে।এখানে পর্যটন শিল্প ব্যবসা ভালো হয়।এই খাতে প্রতি বছর প্রচু টাকা ইনকাম হয়।

সৌদি বিজনেস ভিসার খরচ

সৌদিতে যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য এই খরচ লাগে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের ব্যবসার উদ্দেশ্য লোকজন সৌদিতে যায়।
ভিসা ফি        = ১৫০০০-২০০০০/টাকা
সার্ভিস চার্জ    =৫০০০০-১৫০০০/টাকা

উপরোক্ত ভিসার সাথে আরো অনুসঙ্গিক খরচসমূহ

ডকুমেন্ট অনুবাদ খরচ
নোটারি খরচ
বিমান টিকেট সিট অনুযায়ী
এই গুলো ভিসার খরচের সাথে যোগ করতে হবে।

শেষ কথাঃ সৌদি ভিসা প্রসেসিং খরচ কত

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত,এখানে সৌদি যেতে যে ভিসা খরচ লাগে আমরা তা আলোচনা করলাম।যাদের উপর হজ্জ ফরজ হয়েছে তাদের সৌদিতে যেতে হয়।সৌদি ভিসা খরচ জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারন অনেকে এখন বেশি ইনকামের জন্য সৌদিতে যায়।এই খরচসমূহ সময় অনুযায়ী কিছুটা বাড়তে পারে।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।


 






 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।